KMC Election: আগরতলার বদলা! বোমাবাজি, বুথ দখলে অভিযুক্ত তৃণমূল

ছবির ক্যাপশন: সিপিআইএম প্রার্থীর পরিবারের লোককে ভয় দেখিয়ে ভোট দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে বচসা জড়ালেন সিপিআইএম প্রার্থীর। Advertisements News Desk: আগরতলার ছবি কি…

KMC election meena devi

ছবির ক্যাপশন: সিপিআইএম প্রার্থীর পরিবারের লোককে ভয় দেখিয়ে ভোট দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে বচসা জড়ালেন সিপিআইএম প্রার্থীর।

Advertisements

News Desk: আগরতলার ছবি কি কলকাতা পুরনিগমে (KMC Election) উঠে এলো? বেলা গড়াতেই এই প্রশ্ন। সকাল থেকে কলকাতা পুরনিগমের ভোটে অশান্তি ও বোমাবাজির ঘটনা ঘটেছে। ওয়ার্ডে ওয়ার্ডে আক্রান্ত বিরোধীরা। শাসক তৃণমূল কংগ্রেসের দাবি সব অভিযোগ ভুয়ো।

বিজ্ঞাপন

ছোট লালবাড়ি অর্থাৎ কলকাতা পুরসভার নির্বাচন। শান্তিপূর্ণভাবে সেই প্রক্রিয়া সম্পন্ন করার চ্যালেঞ্জ নিয়েছে প্রশাসন। সেই চ্যালেঞ্জ সকালেই মুখ থুবড়ে পড়েছে।

কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোট চলছে। বিভিন্ন ওয়ার্ড থেকে আসছে বিক্ষিপ্ত হামলা ও অশান্তির ঘটনার খবর। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের দাবি, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিসের সাড়ে ২৩ হাজার অফিসার ও কর্মী।

একের পর এক ওয়ার্ডে হামলার ঘটনা প্রমাণ করছে প্রশাসন নিষ্ক্রিয়। পোস্তা এলাকায় বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতকে হেনস্থা, পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ এসেছে। তিনি প্রাক্তন ডেপুটি মেয়র। একাধিক ওয়ার্ডে বিজেপি সাংগঠনিক দূর্বলতায় কোনও এজেন্ট দিতে পারেনি। বিরোধী দলের ক্ষেত্রে এটি লজ্জাজনক বলে কটাক্ষ শাসক তৃণমূল কংগ্রেসের।

<

p style=”text-align: justify;”>বিভিন্ন ওয়ার্ডে বামফ্রন্টের এজেন্টরা আক্রান্ত। বামেদের পক্ষে প্রশাসনকে শাসকের পক্ষ নেওয়ার অভিযোগ করা হয়েছে।