রেমালের আগের সন্ধেতে বিক্রি লাখ টাকার মদ, পরদিন সকালে হল ভয়ঙ্কর পরিণতি

একদিকে দুর্যোগের ঘনঘটা আর অন্যদিকে দেদার বিক্রি হল মদ। রেমালের আগের সন্ধেতে মদের দোকানে লাইন ছিল দেখার মতো। বিক্রি হল দু’লাখ টাকার মদ। সেই লাভের…

katwa case

একদিকে দুর্যোগের ঘনঘটা আর অন্যদিকে দেদার বিক্রি হল মদ। রেমালের আগের সন্ধেতে মদের দোকানে লাইন ছিল দেখার মতো। বিক্রি হল দু’লাখ টাকার মদ। সেই লাভের গুড় ভোগ করার আগেই সোমবার সকালে ডাকাতি হয়ে গেল সেই দু’লাখ টাকা। এই দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি ঘটে কাটোয়ার মুস্থূলী গ্রামে।

জানা গিয়েছে, রিমালের পূর্বাভাসে রবিবার সন্ধ্যার পর থেকে রাস্তাঘাটে লোক কম। রাত যত বেড়েছে, তখনই জনমানবহীন হয়েছে রাস্তা। আর দুষ্কৃতীরা সেই সুযোগকেই কাজে লাগিয়েছে। রাস্তার ধারে বিলিতি মদের দোকানে তালা ভেঙে আলমারি থেকে নগদ ১ লক্ষ ৩০ হাজার বেশি টাকা-সহ দামী ব্যান্ডের মদের বোতল নিয়ে চম্পট দেয় তারা। এছাড়াও দোকানে থাকা হার্ড ডিস্ক ও সিসি ক্যামেরা খারাপ করে দেয় দুষ্কৃতীরা।

   

দোকান মালিকের অভিযোগ, ” র্যোগের জন্য রাতে দোকানে কেউ ছিল না।গত রবিবারের বিক্রির পর ১ লক্ষ ৩০ হাজার টাকা-সহ আরও কিছু টাকা দোকানেই ছিল।দুর্যোগের সুযোগ কাজে লাগিয়ে দুষ্কৃতীরা তালা ভেঙে সব নিয়ে চম্পট দেয়।” যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তদন্তে নেমে প্রাথমিক কিছু তথ্য জোগাড় করতে পেরেছে।