কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপ, ট্রেন চলাচলে বিপত্তি, ভোগান্তিতে যাত্রীরা

ফের ভোগান্তি লোকাল ট্রেনে । বুধবার কাঁকুড়গাছি স্টেশনে পয়েন্ট খারাপ থাকায় ব্যাহত হয়েছে বহু ট্রেন চলাচল। দমদম থেকে শিয়ালদহ পর্যন্ত রেললাইন বন্ধ হয়ে যাওয়ার ফলে…

ফের ভোগান্তি লোকাল ট্রেনে । বুধবার কাঁকুড়গাছি স্টেশনে পয়েন্ট খারাপ থাকায় ব্যাহত হয়েছে বহু ট্রেন চলাচল। দমদম থেকে শিয়ালদহ পর্যন্ত রেললাইন বন্ধ হয়ে যাওয়ার ফলে একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়ে বিভিন্ন স্টেশনে। ফলে চরম দুর্ভোগের স্বীকার হচ্ছেন রেল যাত্রীরা।

রেল সূত্রে খবর, কাঁকুড়গাছিতে যান্ত্রিক ত্রুটির কারণে দমদম থেকে শিয়ালদহ পর্যন্ত ট্রেন চলাচল বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে, ডাউন এবং আপ লাইন দু’টি থেকেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। কাঁকুড়গাছির ৪ নম্বর লাইনে পয়েন্ট খারাপ হওয়ার পর, আপ এবং ডাউন লাইনেই সমস্যার সৃষ্টি হয়, যার ফলে ১, ২ এবং ৪ নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

   

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, ‘‘এই সময় কিছুটা দেরি হচ্ছে কারণ ঠিক কোথায় সমস্যা হয়েছে, তা খুঁজে বের করতে সময় লাগছে। তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।’’

তিনি আরও জানিয়েছেন, কয়েকদিন আগে কাঁকুড়গাছিতে নন-ইন্টারলকিংয়ের কাজ হয়েছিল। শনিবার ও রবিবার প্রায় ৫২ ঘন্টা ধরে এই কাজ চলেছিল। তারপরেও এদিন আবার এমন এক যান্ত্রিক বিপত্তি ঘটায় ফলে যাত্রীরা ভোগান্তির সম্মুখীন হয়েছেন।

তবে রেল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে ২ নম্বর লাইনে ট্রেন চলাচল শুরু করেছে। ম্যানুয়াল সিগন্যালিংয়ের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। কিন্তু ততক্ষণে অনেক ট্রেন স্টেশনে আটকে যাওয়ায়, যাত্রীদের জন্য সমস্যার সৃষ্টি হয়েছে।

বুধবার দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ সমস্যা শুরু হওয়ার পর ট্রেনের চলাচল থমকে যায়। এতে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে সুনির্দিষ্ট প্রতিকার দাবি করেন। বহু যাত্রী অফিসের কাজে দেরিতে পৌঁছানোর আশঙ্কায় ছিলেন, কিছু যাত্রী আবার রেলের পরিষেবার ব্যাপারে বিরক্তি প্রকাশ করেছেন।

অন্যদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক করার চেষ্টা চলছে। সমস্যাটি মিটে গেলে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে। তবে কিছুটা সময় লাগবে যাতে পুরোপুরি ট্রেন চলাচল আবার শুরু হয়।