সিজিও কমপ্লেক্সে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র

মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ইডি) দফতরে সকাল ১১ টা নাগাদ পৌঁছান ‘কালীঘাটের কাকু’। তলবের প্ররিপ্রেক্ষিতে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এই…

ed search operation at belgharia and howrah on delhi cyber crime case

মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ইডি) দফতরে সকাল ১১ টা নাগাদ পৌঁছান ‘কালীঘাটের কাকু’। তলবের প্ররিপ্রেক্ষিতে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এই প্রথমবার ইডি দফতরে গেলেন সুজয়।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে তলব করে ইডি। এর আগে ইডি তাঁর বেহালার বাড়ি, ফ্ল্যাট ও অফিসে ম্যারাথন তল্লাশি চালায়।
২০ মে সুজয়কৃষ্ণের বাড়ি সহ তাঁর একাধিক ঘনিষ্ঠ ব্যক্তির মোট ১৬টি ঠিকানায় ম্যারাথন অভিযান চালায় ইডি। ‘কালীঘাটের কাকু’-র বাড়িতে তল্লাশি চলে প্রায় ১৫ ঘণ্টা ধরে। ইডি দাবি করে ৩ টি কোম্পানির সঙ্গে সুজয়কৃষ্ণ ভদ্রের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ মিলেছে।

   

গত সপ্তাহে ইডি ৩ টি কোম্পানির ডিরেক্টর, হিসাবরক্ষক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে। জানা গিয়েছে, তাদের সব বয়ান সামনে রেখেই সুজয়কৃষ্ণ ভদ্রকে আজ জিজ্ঞাসাবাদ করা হবে। তল্লাশির সময় হদিশ মেলে কোটি কোটি টাকার সম্পত্তির। মঙ্গলবার ইডি জানতে চাইতে পারে যে এই সমস্ত সম্পত্তি কার টাকায় কেনা হয়েছিল এবং সেই টাকা কোথা থেকে এসেছে।