ভোট মিটতেই কাজল শেখের নিদান! বাড়ি বাড়ি কী করতে নির্দেশ দিলেন জেলাসভাধিপতি

কাজল শেখের কড়া নির্দেশ!ভোটে পিছিয়ে পড়া এলাকার ভোটারদের নাম, বয়স এবং আরও যাবতীয় তথ্য সংগ্রহের নির্দেশ দিলেন বীরভূমের জেলাসভাধিপতি। শুধু তাই নয়, ওই ভোটাদের ফোন…

kajal seikh

কাজল শেখের কড়া নির্দেশ!ভোটে পিছিয়ে পড়া এলাকার ভোটারদের নাম, বয়স এবং আরও যাবতীয় তথ্য সংগ্রহের নির্দেশ দিলেন বীরভূমের জেলাসভাধিপতি। শুধু তাই নয়, ওই ভোটাদের ফোন নম্বরসহ আরও ব্যক্তিগত বিষয়ে খুঁটিনাটি নোট করে রাখছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। লোকসভা ভোটের পরে যে যে এলাকায় তৃণমূল অপেক্ষাকৃত কম ভোট পেয়েছে, সেই স্থানে ঘাসফুলের এমন কাণ্ডে সরব হয়েছে বিরোধীরা।

বন্ধ স্কুল, জমি বেঁচে টাকার যোগান? মমতার প্রস্তাবে জোর জল্পনা!

   

প্রসঙ্গত বীরভূম তৃণমূলের শক্ত ঘাঁটি। সেই ঘাঁটি দীর্ঘ দু’বছর ধরে অনুব্রতহীন। সেই অনুব্রতের বিরোধী পক্ষ বলে পরিচিত কাজল শেখ দীর্ঘদিন ধরেই বীরভূমের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। শুধু তাই নয়, খুল্লামখুল্লা নিদানও দিচ্ছেন। লোকসভা ভোট মিটতেই তাঁর এহেন নিদানে শুরু হয়েছে বিতর্ক।নানুর বিধানসভার যে গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পিছিয়ে, সেখানে তথ্য সংগ্রহের নির্দেশ কাজল শেখের। বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের নাম, ফোন নম্বর, পরিবারে কতজন আছেন তা জানতে বললেন জেলা সভাধিপতি। নির্দেশমতো সার্ভে করতে শুরু করে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতারা। তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

মমতাকে টেক্কা দিতে সভাপতি পদে মহিলা মুখ আনছে বঙ্গ বিজেপি! দৌড়ে কারা?

ভোটারদের ব্য়ক্তিগত তথ্য় কীভাবে সংগ্রহ করতে পারে তৃণমূল? প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিজেপির দাবি, এভাবেই বিরোধী ভোটারদের চিহ্নিত করার চেষ্টা করছে তৃণমূল। সত্যি কি তাই নাকি নিজেদের মূল্যায়নের জন্য তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে? সেই নিয়ে দানা বেঁধেছে রহস্য। রাজনইতিক মহলের বক্তব্য অনুসারে, তিনি নিজের আধিপত্য বিস্তার করতে চাইছেন আবার অন্যপক্ষের দাবি এখন থেকে ভবিষ্যতের জন্য হোমটাস্ক সেরে রাখতে চাইছে তৃণমূল।