কলকাতা: রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) ওরফে বালু। প্রাক্তন মন্ত্রীর জামিন মঞ্জুর করে ব্যাঙ্কশাল কোর্ট৷ ৫০ হাজার টাকার জামিন বন্ড এবং ৫০ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে আদালত৷
২০২৩-এ গ্রেফতার হল বালু jyotipriya mallick got bail
২০২৩ সালের ২৭ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হন বালু। এর আগেও জামিনের আবেদন জানিয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী৷ তবে জামিন মেলেনি৷ অবশেষে গ্রেফতারির ১৪ মাস পর জামিন মঞ্জুর হল তাঁর। ইতিমধ্যেই রেশন দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন বাকিবুর রহমান ও শঙ্কর আঢ্য। এবার জামিন পেলেন রেশন দুর্নীতির কিংপিন৷
এদিন আদালত তাঁর পর্যবেক্ষণে জানায়, এখনও পর্যন্ত পর্যাপ্ত তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ তাই তাঁকে জামিন দেওয়া হল৷ বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় বলেন, “দীর্ঘদিন উনি জেলে, অন্য অভিযুক্তরা জামিন পেয়েছেন।” এর আগে ইডি তাঁকে দুর্নীতির ‘রিং মাস্টার’ বলে উল্লেখ করেছিল৷
জ্যোতিপ্রিয়কে ‘দুর্নীতির গঙ্গাসাগর’ বলে বর্ণানা jyotipriya mallick got bail
এটুকুই নয়, জ্যোতিপ্রিয়কে ‘দুর্নীতির গঙ্গাসাগর’ বলে বর্ণানা করেছিল কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা। ইডি-র বক্তব্য ছিল, নদীর শাখা-প্রশাখা যেমন সাগরে মেশে, ঠিক সেই ভাবে দুর্নীতিকারীদের গন্তব্য হয়ে উঠেছিলেন তিনি। যদিও রেশন দুর্নীতির এফআইআরে প্রথমে প্রাক্তন খাদ্যমন্ত্রীর নাম ছিল না। কিন্তু, তদন্তে নেমে একাধিক নথি ইডির হাতে আসে। যা থেকে স্পষ্ট এই দুর্নীতির সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে ছিলেন বালু৷
জামিনের সঙ্গে বেশ কিছু শর্ত দিয়েছে আদালত৷ নির্দেশে বলা হয়েছে, আদালতের অনুমতি ছাড়া তিনি দেশ ছেড়ে বাইরে যেতে পারবেন না। পাসপোর্ট জমা দিয়ে দিতে হবে তাঁকে। তদন্তকারী দলকে সবরকম ভাবে সাহায্য করতে হবে। এই মামলার বিষয়ে তিনি সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না।
এদিন ইডির যুক্তি ছিল জ্যোতিপ্রিয় প্রভাবশালী ব্যক্তি। তিনি জেল থেকে বেরলে তদন্তকে প্রভাবিত করতে পারে৷ এই মামলায় আরও এক অভিযুক্তকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি৷ তাঁর বাড়ি তোপসিয়ায়৷ তবে এই মামলায় বাকি অভিযুক্তরা জামিনে মুক্ত। তাহলে শুধুমাত্র জ্যোতিপ্রিয়কেই আটকে রাখা হবে কেন? এই বিষয়টি বিবেচনা করেই তাঁকে জামিন দেয় আদালত৷ শীঘ্রই জেলমুক্তি হবে তাঁর৷