মমতার শাসনে রাত দখলের ডাক মীনাক্ষীর, রাজ্যে আলোড়ন

Justice For RG Kar: দুপুরে সাংবাদিক সম্মেলন। তার পর রাত দখল কর্মসূচি। সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জির আহ্বানে অভয়া (তিলোত্তমা) ধর্ষণ-খুনে জড়িতদের শাস্তির দাবিতে ফের পথে…

Justice for RG Kar,Minakshi Mukherjee,

Justice For RG Kar: দুপুরে সাংবাদিক সম্মেলন। তার পর রাত দখল কর্মসূচি। সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জির আহ্বানে অভয়া (তিলোত্তমা) ধর্ষণ-খুনে জড়িতদের শাস্তির দাবিতে ফের পথে সিপিআইএম।

এক বছর আগে আরজি কর হাসপাতালের চিকিৎসকের দেহ বহনকারী গাড়ি মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে আটকে দিয়েছিলেন বাম ছাত্র-যুবরা। এরপরই চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলা মোড় নেয়। অভিযোগ, অপরাধীদের আড়াল করছে মমতার সরকার। তীব্র বিতর্কিত ঘটনার রেশ দেশ ছাড়িয়ে বিভিন্ন দেশে ছড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে রাজ্যে মহিলারা অসুরক্ষিত অভিযোগে সরব বিরোধীরা ও বিভিন্ন সংগঠন।

   

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন পরিকল্পিত এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণেই আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। সুষ্ঠু তদন্তের দাবিতে সরব অভয়া মঞ্চের সঙ্গে সিপিআইএমের সংযোগে কটাক্ষ করেেন মৃত ওই চিকিৎসকের মা-বাবা। এতে বিব্রত সিপিআইএম। এর পরই ফের রাত দখল কর্মসূচি নিলেন দলটির নেত্রী মীনাক্ষী মুখার্জি। তিনি জানিয়েছেন ১৪ আগষ্ট রাজ্য জুড়ে রাত দখল হবে।

Advertisements

আরজি কর কাণ্ডের পর রাজ্যে তীব্র নাগরিক আন্দোলন হয়েছিল গতবছর ১৪ অগাস্ট। বছর ঘুরলেও বিচার পাননি মৃতের পরিবার। তারা রাজ্য সরকারের ভূমিকার সমালোচনার পাশাপাশি সিবিআই তদন্ত নিয়েও ক্ষোভ দেখিয়েছেন। গতবছর রাত দখল কর্মসূচিতে সরাসরি রাজনৈতিক রঙ লাগেনি। এবছর বাম নেত্রী মীনাক্ষীর আহ্বানে রাত দখলে লাল রঙ লাগল। মীনাক্ষীর আহ্বান সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ-খুনের প্রতিবাদে গত ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন মৃতের মা-বাবা। দলীয় পতাকা ছেড়ে বিজেপি নেতা কর্মীদের নিয়ে এই অভিযানে সামিল হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।