বেআইনি ভাবে গজিয়ে ওঠা সিপিএম এবং বিজেপির পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দিলেন বিচারপতি সিনহা। প্রসঙ্গত কিছুদিন আগেই বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে বেআইনি ভাবে নির্মিত তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন। এইবার সেই একই জমিতে বেআইনিভাবে গড়ে ওঠা পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দিলেন। রাজারহাটে সিপিএম-বিজেপির ৪ পার্টি অফিস বন্ধের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিন্হা। সেচ দফতর, পূর্ত দফতর ও হিডকোর জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ। বিচারপতি নির্দেশ দিয়েছেন নির্মাণ খতিয়ে দেখে পার্টি অফিস ভাঙার সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গিয়েছে যে, তৃণমূলের পর এবার আরও দুই রাজনৈতিক দলের পার্টি অফিস বন্ধের নির্দেশ দিল আদালত। নিউটাউনে সেচ দফতর, পূর্ত দফতর ও হিডকোর জমি দখল করে গড়ে তোলা সিপিএম-বিজেপির পার্টি অফিস বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশ, তিনটি ৪ পার্টি অফিসই বন্ধ করতে হবে। বিচারপতি নির্দেশ দিয়েছেন, নির্মাণ খতিয়ে দেখে বেআইনি নির্মাণ ভাঙার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কিছুদিন আগেই কোর্টের নির্দেশের তৃণমূলের ৩টি পার্টি অফিসে নোটিস টাঙিয়ে দেয় হিডকো। নিউটাউনের BE ব্লকের পার্টি অফিসের দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। একই ছবি দেখা যায় BA ব্লকের পার্টি অফিসে। তালাবন্ধ টিন দিয়ে তৈরি এই পার্টি অফিসও। মামলাকারীর দাবি করেন, হিডকোর জমিতে এরকম অন্তত ৩৫ টি পার্টি অফিস বানানো হয়েছে।