Abhijit Ganguly: শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ বিচারপতি গাঙ্গুলীর

রাজ্য সরকারকে  ২০১৬ সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া নিভে বিচারপতি অভিজিত গাঙ্গুলীর নির্দেশ, দশ দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে। ৪২ হাজার ৯৮৯ শিক্ষক নিয়োগের প্যানেল…

Justice Abhijit Gangopadhyay

রাজ্য সরকারকে  ২০১৬ সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া নিভে বিচারপতি অভিজিত গাঙ্গুলীর নির্দেশ, দশ দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে। ৪২ হাজার ৯৮৯ শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিলেন তিনি।

Advertisements

২০১৬-র প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া। ৪২ হাজার ৯৮৯ শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির। ১০ দিনের মধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। প্যানেল প্রকাশ হয়ে থাকে তাহলে তার হার্ড কপি ও সফট কপি পেশের নির্দেশ দিয়েছেন। বিচারপতি এমনও প্রশ্ন করেন যদি এই প্যানেল প্রকাশিত হয়ে থাকে তাহলে তার ওপর ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিল কীভাবে। একটি প্যানেল প্রকাশের পর কিভাবে স্থগিতাদেশ দেওয়া সম্ভব এনিয়েও প্রশ্ন করেছেন বিচারপতি। যে প্যানেল প্রকাশিত হয়নি সেই প্যানেলের ওপর স্থগিতাদেশ দেওয়া সম্ভব।

   

প্রাথমিক শিক্ষা পর্ষদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে জানিয়েছিল ধাপে ধাপে প্যানেল প্রকাশিত হয়েছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য ও মামলার গতিপ্রকৃতি দেখে সেখানে অসঙ্গতির গন্ধ পাচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই মামলার যে গতি প্রকৃতি হাইকোর্টে তার মধ্যে কোথাও অসঙ্গতির আভাস পাওয়া যাচ্ছে। সেজন্য তিনি প্যানেল চেয়ে পাঠিয়েছেন। এখন দেখার পর্ষদ উপযুক্ত নথি আদালতে পেশ করতে পারে কিনা।