কর্মবিরতি নয়,ফের নয়া আন্দোলেন নামছেন জুনিয়ার চিকিৎসকেরা

আরজি কর কাণ্ডে তিলোত্তমার বিচার চেয়ে প্রায় ৫২ দিনের বেশি পথেই দিন কাটিয়ে জুনিয়ার চিকিৎসকেরা৷ মেলেনি সুবিচার৷ মুখ্যসচিব থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠক করেন জুনিয়ার…

West Bengal Junior Doctors Front

আরজি কর কাণ্ডে তিলোত্তমার বিচার চেয়ে প্রায় ৫২ দিনের বেশি পথেই দিন কাটিয়ে জুনিয়ার চিকিৎসকেরা৷ মেলেনি সুবিচার৷ মুখ্যসচিব থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠক করেন জুনিয়ার চিকিৎসকেরা (Junior Doctors Strike) তাতেও কোনও সুরাহা মেলেনি৷ এরপর শেষমেস তাঁরা কর্মবিরতি ত্যাগ করে ফের কাজে ফেরেন৷ কিন্তু তার মধ্যেই সাগর দত্ত হাসপাতালের ঘটনা সেই আন্দোলনকে উস্কে দেয়৷ ফের নিগ্রহের শিকার হন চিকিৎসক(Junior Doctors Strike)৷

এরপরই থেকেই ফের কর্মবিরতিতে বসতে শুরু করে দেন জুনিয়ার চিকিৎসকেরা৷ যদিও এই আন্দোলের জেরে বহু রোগীকেই বিপাকে পড়তে হচ্ছে৷ কিন্তু জুনিয়ার চিকিৎসকেরা (Junior Doctors Strike)
তাঁরা তাঁদের দাবি নিয়ে ফের পথে নামার ইঙ্গিত দিয়েছেন গতকালের মিছিল থেকেই৷ বুধবার,মহালয়ার দিন একাধিক কর্মসূচি ছিল প্রতিবাদী চিকিৎসকদের।

   

এদিন তাঁরা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন৷ এরপরই সভামঞ্চ থেকে জুনিয়ার চিকিৎসকেরা(junior Doctors Strike) বলেন, রাস্তা ছাড়ছি না। আন্দোলনই উৎসব। কর্মবিরতির পথ থেকে সরে আসলে মানুষের কথা ভেবে আসব। আন্দোলন চলতে থাকবে দরকার পড়লে তাঁরা তাঁদের আন্দোলনের পদ্ধতি পরিবর্তন করে নেবে বলে জানিয়েছেন৷ তবে নতুন কোন পথে আন্দোলন করবেন তাঁরা সেটিও ওই দিনের মঞ্চ থেকে জানিয়ে দিয়েছেন৷

১৷ কর্মবিরতি থেকে সরে এসে অনশনে বসা।

২৷ রোগীদের পরিষেবা দেওয়া একজন ডাক্তারের কাজ৷ তাই পরিষেবা দিয়ে যাব৷ কিন্তু স্বাস্থ্য ভবনের ধাঁচে অবস্থান বিক্ষোভও চলবে৷

৩৷ যদি এই দুটি বিষয়েও সমস্যা থাকে তাহলে যৌথ কর্মবিরতিতে জুনিয়র-সিনিয়র চিকিৎসকেরা।