বৈঠকের আর্জি জানিয়ে সিনিয়র চিকিৎসকদের ইমেল জুনিয়রদের

ভবিষ্যতে নিজেদের আন্দোলনকে আরও মজবুত করতে এবং আন্দোলন আরও এগিয়ে নিয়ে যেতে এবার সিনিয়র চিকিৎসকদের পাশে চাইলেন জুনিয়র চিকিৎসকরা। সিনিয়র চিকিৎসকদের ৭ টি সংগঠনকে ইমেল…

Senior Doctors Email Junior Doctors Requesting a Meeting

ভবিষ্যতে নিজেদের আন্দোলনকে আরও মজবুত করতে এবং আন্দোলন আরও এগিয়ে নিয়ে যেতে এবার সিনিয়র চিকিৎসকদের পাশে চাইলেন জুনিয়র চিকিৎসকরা। সিনিয়র চিকিৎসকদের ৭ টি সংগঠনকে ইমেল করলেন জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors Protest)। জানা যাচ্ছে, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন, জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্‌স, ওয়েস্ট বেঙ্গল ডক্টর্‌স ফোরাম-সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সংগঠনকে ইমেল করা হয়েছে।

১০ দফা দাবিতে যৌথ আন্দোলনের রূপরেখা ঠিক করতে ইমেল করা হল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF)-এর পক্ষ থেকে। মূলত, দাবিদাওয়া পূরণের লক্ষ্যে আন্দোলনের রূপরেখা ঠিক কী হবে তা ঠিক করতে সিনিয়রদের পাশে চাইছেন জুনিয়র চিকিৎসকরা। আর তাই সিনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে মেল পাঠিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট।

   

সন্ধ্যে ৭ টার সময় বৈঠক করতে চেয়ে মেল করা হয়েছে। জানা যাচ্ছে, আজ সন্ধ্যায় অনলাইনেই ওই বৈঠক হবে। উল্লেখ্য, প্রথম থেকেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাঁদের পাশে থেকেছেন সিনিয়র চিকিৎসকরা। এমনকি জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির সময়ে সিনিয়ররা অতিরিক্ত সময় কাজ করে রোগীর চাপও সামলেছেন।

এর পাশাপাশি সিনিয়র চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করার আবেদন জানিয়ে আন্দোলনের বিকল্প পথ খোঁজারও অনুরোধ জানিয়েছিলেন। এরপর সিনিয়রদের পরামর্শ মতো কর্মবিরতি প্রত্যাহার করেছিল জুনিয়র চিকিৎসকরা। এবার সেই সিনিয়র চিকিৎসকদের নিজের পাশে চাইলেন জুনিয়ররা। ইতিমধ্যেই একাধিক জুনিয়র চিকিৎসক অনশনে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েছেন।

সিনিয়রদের পাঠানো মেলে সেই পরিস্থিতির কথাও লিখে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, “আমরা দেখছি সরকার আমাদের ১০ দফা দাবি পূরণ করতে ব্যর্থ হচ্ছে। এমন অবস্থায় তাই জরুরি ভিত্তিতে একটি অনলাইন বৈঠকের জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।” জানা যাচ্ছে, এই আন্দোলনের সঙ্গে আর কী কী যৌথ কর্মসূচি গ্রহণ করা যায়, সেটার আলোচনার জন্যই বৃহস্পতিবারের এই বৈঠকের আয়োজন করা হয়েছে।