অবস্থান মঞ্চ খুলছে ডেকোরেটররা, পেছনে পুলিশি চাপ? ধন্ধে আন্দোলনকারীরা

আরজি কর কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চাওয়ার পাশাপাশি নিজেদের ৫ দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভ…

Junior doctors protest

আরজি কর কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চাওয়ার পাশাপাশি নিজেদের ৫ দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors Protest)। বুধবার রাতে প্রায় পাঁচ ঘণ্টা পর নবান্ন থেকে বেরিয়ে ডাক্তারেরা জানিয়েছিলেন যে, সব বিষয়ে মৌখিক আশ্বাস মিললেও দেওয়া হয়নি কোন লিখিত আশ্বাস। আর তাই এদিনের আলোচনা তাঁদের কাছে অত্যন্ত হতাশাজনক বলেও জানিয়েছেন তাঁরা।

কিন্তু এরই মধ্যে বুধবার রাত থেকে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চের চিত্রটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। সেই অবস্থান মঞ্চ থেকে প্যান্ডেলের বাঁশ, ত্রিপল এবং পেডেস্টাল ফ্যান খুলে নিয়ে যেতে দেখা যায় ডেকরেটরের লোকজনদের। এমনকি বৃহস্পতিবার সকালেও ঠিক একই ছবি দেখা গেছিল। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করে তাহলে চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ তুলে দেওয়ার জন্য কি কোথাও থেকে কোনও চাপ আসছে?

   

এ বিষয়ে আন্দোলনরত এক জুনিয়র চিকিৎসক বলেছেন, “বুধবার রাত থেকেই আমরা দেখছি বাঁশ, ত্রিপল ইত্যাদি খুলে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ নিয়ে নানা গুজব রটছে। এগুলি তো সবই জনগণের দেওয়া। এখন কেউ যদি মনে করেন তিনি আর এ বাবদ অর্থ দেবেন না, তা হলে ধর্নাস্থল থেকে নিশ্চয়ই ফ্যান, ত্রিপল খুলে নিয়ে যাওয়া হবে। এ নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু পুলিশ এখনও সম্পূর্ণ সহযোগিতা করছে আমাদের সঙ্গে। তাঁদের তরফ থেকে কোনও চাপ আসেনি। আমাদের আন্দোলন চলছে।”

কিন্তু আন্দোলনরত এক জুনিয়র চিকিৎসক এ কথা বললেও সেখানকার চিকিৎসকদের একাংশের মুখে শোনা যাচ্ছে অন্য কথা। এই ঘটনার পেছনে তাঁরা মূলত পুলিশের হাত রয়েছে বলে অভিযোগ করেছে। চিকিৎসকদের অবস্থান মঞ্চ থেকে প্যান্ডেলের বাঁশ, ত্রিপল, বায়ো টয়লেট এবং পেডেস্টাল ফ্যান খুলে নেওয়ার জন্য আন্দোলনরত চিকিৎসকদের একাংশ অভিযোগ তুলে বলেছে যে, ডেকরেটরদের লোকজনরা এই কাজ করছে পুলিশের চাপে পড়ে।

যদিও আন্দোলনরত চিকিৎসকদের এই অভিযোগ একেবারেই নস্যাৎ করে পুলিশ জানিয়েছে, তাঁদের তরফ থেকে কারোর ওপরেই কোন চাপ সৃষ্টি করা হয়নি। তবে জানা যাচ্ছে, অবস্থান মঞ্চের জায়গায় কোন অনুষ্ঠান হবে এই কথা বলে সেখান থেকে সব সরঞ্জাম সরাচ্ছে ডেকরেটররা। তবে বর্তমানে এই ঘটনাকে ঘিরে দ্বিধাবিভক্ত জুনিয়র চিকিৎসকদের একাংশ।