লাইভ টেলিকাস্ট না হওয়ায় ভেস্তে গেল জুনিয়ার ডাক্তার-রাজ্য বৈঠক

লাইভ টেলিকাস্ট না হওয়ায় ভেস্তে গেল  আন্দোলনকারী জুনিয়ার ডাক্তার এবং রাজ্য বৈঠক। কোনও বড়  প্রশাসনিক বৈঠকে  লাইভ স্ট্রিমিং সম্ভব নয়। জুনিয়ার ডাক্তারদের সঙ্গে বৈঠকে (Junior…

junior doctor mamata banerjee meeting at nabanna live telecast

লাইভ টেলিকাস্ট না হওয়ায় ভেস্তে গেল  আন্দোলনকারী জুনিয়ার ডাক্তার এবং রাজ্য বৈঠক। কোনও বড়  প্রশাসনিক বৈঠকে  লাইভ স্ট্রিমিং সম্ভব নয়। জুনিয়ার ডাক্তারদের সঙ্গে বৈঠকে (Junior Doctors nabanna meet)  ভিডিও রেকর্ডিং করা যেতে পারে। আমরা চাইব আন্দোলনকারীরা নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুত বৈঠকে বসুক। আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ ও ডিআইজি রাজীব কুমার। এদিকে লাইভ টেলিকাস্ট না হলে তাঁরা বৈঠকে না বসে ফিরে আসবেন বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা। 

মুখ্যসচিব বলেন, মুখ্যমন্ত্রী বিকাল ৫ টা থেকে অপেক্ষা করছেন। আলোচনার মধ্যে সমাধান হবে বলে আমরা আশা করেছিলাম।  

   

অন্যদিকে, জুনিয়ার ডাক্তাররা তাঁদের দাবিতে অনড় থাকায় জটিলতা আরও বাড়ছে বলে মনে করা হচ্ছে। এদিকে লাইভ স্ট্রিমিং না হলে আন্দোলনকারীরা বৈঠকে বসবেন না বলেও জানা গিয়েছে। পরিস্থিতি সামলাতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে রফাসূত্র বের করার চেষ্টা করছেন মুখ্যসচিব মনোজ পন্থ। এদিকে সভাগৃহের ভেতরে অপেক্ষা করছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।