রাজ্যের সঙ্গে সংঘাত, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ আন্দোলনকারীরা

আরজি কর ইস্যুতে অব্যাহত রাজ্য-জুনিয়ার ডাক্তারদের সংঘাত (RG kar protest)। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকে ভেস্তে যাওয়ার পরই এবার আরও সক্রিয় হয়ে উঠল জুনিয়ার ডাক্তাররা।…

Junior doctors emails president dhroupadi Murmu to resolve the RG kar crisis

আরজি কর ইস্যুতে অব্যাহত রাজ্য-জুনিয়ার ডাক্তারদের সংঘাত (RG kar protest)। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকে ভেস্তে যাওয়ার পরই এবার আরও সক্রিয় হয়ে উঠল জুনিয়ার ডাক্তাররা। অন্য দিকে, চলতি অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার সকালেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাহায্য চেয়ে তাঁকে মেল করেন জুনিয়র ডাক্তারেরা। ইমেলের প্রতিলিপি পাঠানো হয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মন্ত্রী এবং কেন্দ্রের স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রী জেপি নড্ডাকে। যদিও রাষ্ট্রপতির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও উত্তর পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। 

ভোপালের স্মৃতি উস্কে দিল অম্বরনাথ, গ্যাস লিকে ব্যাপক আতঙ্ক শহরে

   

বৃষ্টির মধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। শুক্রবার দুপুরে দেখা যায়, ত্রিপল টাঙিয়ে আন্দোলন চালাচ্ছেন আন্দোলনকারীরা।

পলিগ্রাফের পর এবার সঞ্জয়ের নারকো টেস্ট চেয়ে আদালতের দ্বারস্থ সিবিআই

গতকাল নবান্ন বৈঠকে জুনিয়ার ডাক্তারদের (JuniorDoctors nabanna meet) লাইভ টেলিকাস্টের দাবি মানে নি রাজ্য প্রশাসন। যারজেরে আন্দোলনকারীরা পুনরায় বৈঠক শুরু করে নবান্ন চত্বরেই। নবান্নের সভামঞ্চে শেষপর্যন্ত ৩০ জনেই বৈঠকে অনুমতি দিলেও লাইভ স্ট্রিমিংয়ের দাবি মানেনি রাজ্য। অন্যদিকে জুনিয়ার ডাক্তাররা তাঁদের দাবিতে অনড় থাকায় জটিলতা আরও বাড়ছে বলে মনে করা হচ্ছে।

জামিন পেলেন কেজরিওয়াল!

এদিকে মুখ্যমন্ত্রী ডাক্তারদের স্পষ্ট বার্তা দিয়ে বলেন, আন্দোলনের ফলে ইতিমধ্যেই ২৭ জনের ওপর রোগীর মৃত্যু হয়েছে। কিডনি-কার্ডিয়াক অনেক রোগী দিনের পর দিন বিনা চিকিৎসায় রয়েছেন। ৩২ দিন ধরে অপেক্ষা করছেন রোগীরা। দূর্ঘটনায় মারা গিয়েছেন অনেকে। অনেক সিনিয়ার ডাক্তারদের কাজকে শ্রদ্ধা করি। আমি অনুরোধ করছি ডাক্তাররা কাজে ফিরুন। হাতজোরে জুনিয়ার ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। অনেক ধৈর্য্য ধরেছি, এবার কাজে যোগ দিন।