সঙ্কটজনক অবস্থায় অনশনরত অনিকেত মাহাতো, রাখা হল সিসিইউতে

টানা পাঁচদিন ধরে আরজি করের অনশনরত জুনিয়র ডাক্তার (Junior Doctor Hunger Strike) অনিকেত মাহাতো। গতকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। এরপর রাতে…

Junior doctors' 'mass rally' application rejected by police.

টানা পাঁচদিন ধরে আরজি করের অনশনরত জুনিয়র ডাক্তার (Junior Doctor Hunger Strike) অনিকেত মাহাতো। গতকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। এরপর রাতে অনিকেতের শারীরিক অবস্থা যখন আরও অবনতি ঘটতে শুরু করে দেয়। তখনই তাঁকে তড়িঘড়ি আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় সিসিইউতে। এখনও সঙ্কটজনক অনিকেত মাহাতো( Junior Doctor Hunger Strike)। যদিও তাঁর সহকর্মীদের মতে, তাঁর মনের জোর ও জেদ অটুট।  

মূলত দশ দফা দাবি নিয়ে সাতজন চিকিৎসক অনশন চালিয়ে যাচ্ছেন ধর্মতলায়। যদিও তিলোত্তমার বিচার চেয়ে গত দুইমাস ধরে পথেই দিন কাটাচ্ছে আন্দোলনকারীরা। কিন্তু বিচারের আলো এখনও দেখা যায়নি। একদিকে যখন দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছেন ঠিক তখনই ধর্মতলায় ফুটে উঠেছে অন‌্য এক চিত্র। ‘বিচার চাই’ ‘তিলোত্তমার বিচার চাই’।

   

হাসপাতাল সুত্রে খবর, অনিকেতের শরীরে আইভি ফ্লুইড চালানো হয়েছে। রক্তের একাধিক পরীক্ষা করা হয়েছে। ‘‘সঠিক সময় নিয়ে আসার জন্য প্রাণঘাতী হয়নি। কিন্তু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে।’’

গত রবিবার থেকে অনশন চালিয়ে যাচ্ছেন অনিকেত মাহাতো( Junior Doctor Hunger Strike)। শারীরিক অবস্থার অবনতির কথা আগেই জানা গিয়েছিল। গকিন্তু গতকাল রাতেই অনিকেতের অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। তাঁর মূত্রে কিটোন বডি পাওয়া গিয়েছে। তাঁকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা প্রয়োজন বলেও জানিয়েছিলেন তিনি। তাই বৃহস্পতিবার রাতেই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।