যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মুখ দেখে নম্বর দেবার অভিযোগ, প্রফেসরকে ‘শো-কজ’!

এবার মুখ দেখে নম্বর দেবার অভিযোগ উঠলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (JU Exam Marks Allegation) সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের বিরুদ্ধে। রাজনীতির রং দেখে নাকি পরীক্ষায় নম্বর দেওয়া…

Several Student Organizations Set Deadline for Vice Chancellor of Jadavpur University

এবার মুখ দেখে নম্বর দেবার অভিযোগ উঠলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (JU Exam Marks Allegation) সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের বিরুদ্ধে। রাজনীতির রং দেখে নাকি পরীক্ষায় নম্বর দেওয়া হয়। এমনই অভিযোগ আনা হয়েছে কলেজের প্রফেসরদের একাংশের বিরুদ্ধে। এরই প্রতিবাদে শুক্রবার অর্থাৎ ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় চত্বরেই প্রতিবাদ দেখতে থাকে ছাত্র-ছাত্রীরা।

আন্দোলনকারীদের পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ আনা হয়েছে যে, সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের শিক্ষকদের একাংশ শিক্ষার্থীদের রাজনৈতিক ঘরানা দেখে সেই অনুযায়ী নাম্বার দেন। এরপরই উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। তারা মূলত বাম মনস্ক শিক্ষকদের বিরূদ্ধে এই অভিযোগ এনেছে। শিক্ষার্থীদের দাবি তারা এর আগে ৫০টিরও বেশি অভিযোগ করেছিলেন। কিন্তু ফল হয়নি কিছুই।

পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিতে হস্তক্ষেপ করায় আন্দোলন প্রত্যাহার করে নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রাথমিকভাবে আন্দোলন করলেও পরবর্তীকালে শুরু হয় অনশন। পরে আন্দোলনকারীরা বিভাগীয় প্রধানের কার্যালয়ও ঘেরাও করে। বিভাগীয় বোর্ড অব স্টাডিজ়ের বৈঠক শেষে পড়ুয়াদের পক্ষ থেকে রিভিউ-এর দাবি মেনে নেওয়া হয়। রিভিউয়ের সময়ে বাইরের বিশেষজ্ঞদের রাখার দাবি করেছিল পড়ুয়ারা।

Advertisements

এর জেরে এই বিভাগের এক শিক্ষককে ‘শো-কজ’-ও করা হয়। এছাড়া ইন্টারনাল পরীক্ষার ফলাফলও খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ-এর পক্ষ থেকে রাজনৈতিক ঘরানা দেখে নম্বর দেবার বিষয়টি সম্পর্কে কিছু জানা যায়নি।