বদলে গেল সকালের প্রথম মেট্রো পরিষেবার সময়, বাড়ছে সংখ্যাও, কোন রুটে জানুন

Kolkata Metro: ৫০ মিনিটের বদলে এবার ২২ মিনিট অন্তর চলবে মেট্রো। মোট ৪০ টি মেট্রো চালানো হবে জোকা-মাঝেরহাট রুটে। এই রুটে আগে আপ এবং ডাউনে…

বদলে গেল সকালের প্রথম মেট্রো পরিষেবার সময়, বাড়ছে সংখ্যাও, কোন রুটে জানুন

Kolkata Metro: ৫০ মিনিটের বদলে এবার ২২ মিনিট অন্তর চলবে মেট্রো। মোট ৪০ টি মেট্রো চালানো হবে জোকা-মাঝেরহাট রুটে। এই রুটে আগে আপ এবং ডাউনে ৯টি করে মোট ১৮টি মেট্রো চলত। এবার তা বাড়ানো হল। জানা গিয়েছে মাঝেরহাট থেকে দিনের প্রথম মেট্রো সকাল ৮টা ২৭ মিনিটে। এর আগে সকালে যাত্রী পরিষেবা শুরু হত সকাল ৮টা ৫৫ মিনিটে।

অন্যদিকে, শেষ মেট্রো পাওয়া যাবে দুপুর ৩টে ২৮ মিনিটে। এর আগে শেষ মেট্রোর সময় ছিল দুপুর ৩টে ৩৫ মিনিটে। জোকা থেকে শেষ মেট্রো ছিল বিকেল ৩টে ১০ মিনিটে। এবার সেটা পাওয়া যাবে বিকেল ৩’টে ২৮ মিনিটে। আগের মতোই জোকা-মাঝেরহাট মেট্রো পরিষেবা মিলবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। তবে, শনি এবং রবিবার পার্পল লাইনে যাত্রী পরিষেবা বন্ধ থাকবে। আগামী সোমবার থেকেই এই রুটে মেট্রোর সংখ্যা বাড়ার জন্য ৫০ মিনিটের পরিবর্তে ২২ মিনিট অন্তরে ওই রুটে মিলবে মেট্রো।

   

সম্প্রতি, জোকা-মাঝেরহাট মেট্রোর রুটে যাত্রী সংখ্যা কমে গিয়েছে। এই কারণে মেট্রো কর্তৃপক্ষ কিছু স্টেশনের টিকিট কাউন্টার বন্ধ করে দিয়েছে। এই রুটে যাত্রী সংখ্যা কমে যাওয়ার ফলেই মেট্রো কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। কী কারণে কমে গেল জোকা-মাঝেরহাট মেট্রো রুটে যাত্রী সংখ্যা? একাধিক কারণ রয়েছে যেমন – অন্য পরিবহন ব্যবস্থা ব্যবহার করছেন কিছু যাত্রী, ভাড়া বৃদ্ধি, স্টেশনগুলোতে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব।

জানা গিয়েছে, মেট্রো পরিষেবার সময়সূচি পরিবর্তন করা হয়েছে এবং কম সংখ্যক মেট্রো চলছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিএ যে তারাতলা স্টেশনে দৈনিক গড় যাত্রী ৭০ জন, এই রুটের সখেরবাজার স্টেশনে যাত্রী সংখ্যা মাত্র ৫৫ জন। সুতরাং, যাত্রী না থাকার চাপ রয়েছে। তবে মেট্রো কর্তৃপক্ষ মনে করছে যে কম সময় অন্তর মেট্রো চালিয়ে লাভই হবে।