HomeEntertainmentJob Scam: অন্তর্ধানের আগে তৃণমূল নেতাদের ছবি ডাস্টবিনে ফেলে দেন সায়নী ঘোষ

Job Scam: অন্তর্ধানের আগে তৃণমূল নেতাদের ছবি ডাস্টবিনে ফেলে দেন সায়নী ঘোষ

টলিপাড়ায় জোর গুঞ্জন কলকাতাতেই আছে। ওর অনেক ঠিকানা।

- Advertisement -

সায়নী কোথায়? ইডি সমন জারির পর বেপাত্তা টলি-সুন্দরী ও তৃণমূল যুবনেত্রী অন্তর্ধান রহস্য বাড়ছে। তাঁর পরিবার নীরব। তৃণমূল কংগ্রেসও নীরব। হাজিরার আগে আত্মগোপনে (Saayoni Ghosh) সায়নী ঘোষ। নিয়োগ দুর্নীতির (job scam) তদন্তে তাকে জেরা করবে ইডি।

জানা যাচ্ছে, সমন পাওয়ার আগে কিছু আঁচ করতে পেরেছিলেন সায়নী ঘোষ। সেই সময় তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে থাকা সমস্ত ছবি ডাস্টবিনে ফেলে দিয়েছেন তিনি। কিছু লুকোনোর চেষ্টা করছেন তিনি? উঠছে এই প্রশ্ন।

   

জানা যাচ্ছে, এক থেকে দেড় সপ্তাহ আগে কেয়ারটেকারকে দিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তোলা সমস্ত ছবি ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন সায়নী। এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

যুব তৃণমূল নেত্রীর ফেলে দেওয়া জিনিসের মধ্যে রয়েছে একাধিক ছবি।তার মধ্যে, মমতা বন্দ্যোপাধ্যায়,অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে তার ছবি রয়েছে। মেদিনীপুরের একাধিক জেলা সাংগঠনিক প্রচারে তিনি বেরিয়েছিলেন সেই সময়কার বেশকিছু ছবি সঙ্গে কিছু শংসা পত্রও রয়েছে।

স্থানীয়দের দাবি এই ছবিগুলো সায়নী ঘোষের গল্ফগ্রিনের ফ্ল্যাটে টাঙানো ছিল। এছাড়াও তারা এর আগে কুন্তলের সঙ্গে সায়নীকে ফ্ল্যাটে আসতে দেখেন। এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ওনার বাড়ির ঠিক উল্টো দিকে বসে আমরা আড্ডা দিই। তখন দেখি ওনার বাড়ির কেয়ারটেকার মমতা ব্যানার্জির সঙ্গে থাকা সব ছবিগুলো বাইরে ফেলছে। আমরা তাকে কারণ জিজ্ঞাসা করলে সে বলে দিদি ছবিগুলো ফেলে দিতে বলেছে।

<

p style=”text-align: justify;”>ইডি তাকে তলব করতে পারে এমনটাই কি প্রথমে আঁচ করেছিলেন সায়নী। কোথায় গিয়েছেন তিনি। টলিপাড়ায় জোর গুঞ্জন, ‘কলকাতাতেই আছে’।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular