আসবেন কি জেরায়, নাকি হাজিরা এড়াবেন। এই চর্চা চলছে রাজনৈতিক মহল থেকে টলিপাড়ার অলি গলিতে। নিয়োগ দুর্নীতির (Job Scam) তদন্তে তৃণমূল কংগ্রেস যুব নেত্রী ও অভিনেত্রী (Saayoni Ghosh) সায়নী ঘোষকে জেরা করার নোটিশ দিয়েছে ইডি। তবে নোটিশ পেয়ে নিখোঁজ সায়নী।
শুক্রবার সায়নী কি সিজিও কমপ্লেক্সে যাবেন?তিনি কোথায় এ চর্চা তীব্র। সায়নীকে নিয়ে নীরব তৃণমূল কংগ্রেস। ইডি নোটিশ পাওয়ার পর থেকেই রহস্যজনক ভাবে নিখোঁজ টলি পাড়ার এই অভিনেত্রী। পঞ্চায়েত ভোট সংক্রান্ত তার একাধিক কর্মসূচি বাতিল করেছেন। তার বাবাকে একাধিকবার জিজ্ঞাসা করা হলেও তিনি মুখ খুলতে নারাজ।
জানা যাচ্ছে, সমন পাওয়ার আগে কিছু আঁচ করতে পেরেছিলেন সায়নী ঘোষ। সেই সময় তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে থাকা সমস্ত ছবি ডাস্টবিনে ফেলে দিয়েছেন তিনি। কিছু লুকোনোর চেষ্টা করছেন তিনি? উঠছে এই প্রশ্ন। এক থেকে দেড় সপ্তাহ আগে কেয়ারটেকারকে দিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তোলা সমস্ত ছবি ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন সায়নী। এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ইডি সূত্রে আরো জানা গিয়েছে, আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য রয়েছে সেই তথ্যকে সামনে রেখেই তারা সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চান। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে গ্রেফতার করা হয়। তাকে দফায় দফায় জেরা করে একাধিক তথ্য সামনে আসে। এর সঙ্গেই আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে আসে। এবং সেখানে একটি সম্পত্তির বিষয়কে সামনে রেখেই ইডির আধিকারিকরা তদন্ত শুরু করে।
<
p style=”text-align: justify;”>সেই ঘটনাতেই আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে সায়নী ঘোষের নাম উঠে আসে। একাধিক সাক্ষী ও কুন্তল ঘোষের বয়ান থেকেই সায়নী ঘোষের একটি সূত্র পাওয়া যায়। আর সেই সূত্র ধরেই সায়নী ঘোষকে তলব ইডির।