HomeEntertainmentJob Scam: সায়নী ঘোষের বিস্তর 'অসঙ্গতি মন্তব্য', ফের জেরা করবে ইডি

Job Scam: সায়নী ঘোষের বিস্তর ‘অসঙ্গতি মন্তব্য’, ফের জেরা করবে ইডি

নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত মন্ত্রী, বিধায়ক, তৃণমূল নেতাদের সাথে সায়নীর কী সম্পর্ক তা জানতে মরিয়া ইডি।

- Advertisement -

তৃণমূল কংগ্রেস (TMC) যুবনেত্রী ও টলিউড নায়িকা সায়নী ঘোষকে (Saayoni Ghosh) ফের জেরা করবে (ED) ইডি। প্রথম জেরায় তার বয়ানে মিলেছে বিস্তর অসঙ্গতি। তার ভিত্তিতে আগামী ৫ জুলাই সায়নীকে আবার হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সে।

নিয়োগ দুর্নীতির তদন্তে ((Job Scam) তৃ়ণমূল যুবনেত্রী বিপুল আর্থিক সম্পত্তি ও ‘কানেকশন’ নিয়ে সন্দেহ মেটেনি কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডির।

   

শুক্রবার সায়নী ঘোষকে জেরা করা হয়। রাতে তিনি সিজিও থেকে বের হওয়ার পর জানান, যতবার ডাকবে ইডি ততবারই আসব। আমি একশ শতাংশ সহযোগিতা করব। তবে তিনি জেরা শুরুর আগে বলেছিলেন, রাজনৈতিক প্রতিহিংসা চলছে।

সায়নীর সাথে নিয়োগ দুর্নীতি ধৃত কুল্তল ঘোষের কানেকশন নিয়ে ইডি সন্দিহান বলে জানা গিয়েছে। সেই সূত্রে সায়নীর সম্পত্তির খতিয়ান তার কাছ থেকে লিখিত আকারে নিয়েছে ইডি। তদন্তে উঠে এসেছে টলিউডের অভিনেত্রী হলেও তৃণমূল কংগ্রেস যোগ দেওয়ার পরই সায়নী ঘোষের সম্পত্তির পরিমাণ উল্কা গতিতে বেড়েছে।

ইডির হাতে আছে সায়নী ও কুন্তলের মেসেজ। সেই মেসেজ বিশ্লেষণ করে ইডির সন্দেহ আরও বেড়েছে বলেই জানা যাচ্ছে। ফলে তৃণমূল যুবনেত্রী সায়নীকে আরও একবার জেরা করবে ইডি।

পঞ্চায়েত ভোট আগামী ৮ জুলাই। সায়নীকে ৫ জুলাই তলব করা হয়েছে। নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত মন্ত্রী, বিধায়ক, তৃণমূল নেতাদের সাথে সায়নীর কী সম্পর্ক তা জানতে মরিয়া ইডি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular