শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার (Job Scam) বিষয়ে তৃণমূল সরকারকে ফের সতর্ক করলেন CPIM সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। দেশের অন্যতম আইনজীবী জানিয়েছেন, “কোনও আইনি জটিলতা নেই শুধু একটাই জটিলতা, সমস্ত চাকরি যে বিক্রি হয়েছে যারা এই বেআইনি ভাবে চাকরি কিনেছে তাদের চাকরি বাতিল করা হবে। আদালত তো এটাই বলেছে। যারা অন্যায় ভাবে চাকরি পেয়েছে তাদের বাতিল করা হোক। সেখানে মেরিট ভিত্তিক যারা আছেন তারা চলে আসবে।
বিকাশ ভট্টাচার্য বলেছেন তৃণমূল সরকারের দুর্নীতি স্পষ্ট হয়েছে আদালতে। তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে ইঙ্গিত দেন দুনৌকায় পা দিয়ে চলা যাবে না। নিয়োগ দুর্নীতির মামলায় অন্যতম আইনজীবী তিনি। বিকাশ ভট্টাচার্য বলেছেন, ওরা চাইছে আমরা যা টাকা কালেকশন করেছি তা করেছি। ওরা ভাবছে লোকের থেকে মেরিট বেচে যা টাকা নিয়েছি, তাদের চাকরি থাকবে আর যারা আন্দোলন করছে তাদের দেব”।
নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের নেতা–মন্ত্রীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই নিয়োগ দুর্নীতি মামলায় এখনই সব তথ্য সামনে আনা যাবে না বলে আদালতকে জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
এর আগে কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে, ২০১৬ সাল থেকে শিক্ষা দফতরে যারা চাকরি করছেন এবং চাকরি প্রশ্নের মুখে পড়ে নতুন করে মামলায় যুক্ত হয়েছে তাঁদের নোটিশ দিতে হবে। আর তারা তাঁদের বক্তব্য জানাবে ১৮ ডিসেম্বর। সবাই নোটিশ পেয়েছেন কিনা স্কুল সার্ভিস কমিশন তাঁদের সাক্ষর করিয়ে নেবে। আগামী ৪ জানুয়ারি মামলাকারীরা এদের বক্তব্যের পালটা উত্তর দেবে।
এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় দ্রুত তদন্ত শেষ করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশে এখন নিয়োগ সংক্রান্ত সব মামলা ফিরেছে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বিশেষ বেঞ্চও গঠন করা হয়েছে।