নিয়োগ দুর্নীতি মামলায় জামিন প্রাপ্ত বিধায়ক নিলেন ক্লাস! করলেন মমতার গুণগান

পাক্কা এক বছর জেল খেটে ফিরেছেন। সিবিআই হেফাজত থেকে ছাড়া পেয়েছেন লোকসভা ভোটের পরে। তিনি তৃণমূলের বিধায়ক। তাঁকে সিবিআই যখন হেফাজতে নিতে যাবে, ঠিক সেই…

jibankrishna saha

short-samachar

পাক্কা এক বছর জেল খেটে ফিরেছেন। সিবিআই হেফাজত থেকে ছাড়া পেয়েছেন লোকসভা ভোটের পরে। তিনি তৃণমূলের বিধায়ক। তাঁকে সিবিআই যখন হেফাজতে নিতে যাবে, ঠিক সেই সময় তিনি পুকুরের জলে তাঁর মোবাইল ছুঁড়ে ফেলে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। শুধু তাই নয়, ধৃত ঘাসফুলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামাইষষ্ঠীর দিনে লুচি খাওয়ার বায়না অনেকেরই অজানা নয়। এইবার সেই বিধায়ক ফিরলেন স্কুলে ক্লাস নিতে। ছাত্রছাত্রীদের বোঝালেন গাছ মানুষের জীবনে কী কী উপকার করে। পুরানো শিক্ষককে কাছে পেয়ে খুশি ছাত্রছাত্রী ও শিক্ষকরা।

   

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়ে এক বছর পর জামিন পেয়েছেন বড়ঞার ঘাসফুলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তথ্য ও প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়ে এক বছর জেল। তবে সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনের পরই জামিন পেয়ে আন্দির বাড়িতে ফেরেন জীবনকৃষ্ণ। আর মঙ্গলবার নিজের কর্মক্ষেত্র বীরভূম জেলার দেবগ্রাম হাই স্কুলে ফের সহকারী শিক্ষক পদে যোগ দিয়েছেন তিনি। নিজের বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে স্কুল। নিজেই বাইক চালিয়ে স্কুলে যান তিনি।

তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, “শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে আমি কিছু বলব না। কারণ বিষয়টি বিচারাধীন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যথেষ্ট ভালোবাসেন। ওঁর আশীর্বাদেই আমি আজ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছি। আগামিদিনে আমি শিক্ষকতা চালিয়ে যাব। ছাত্র গড়ার কারিগর হিসাবে কাজ করে যাবে।” প্রঙ্গগত তিনি ইতিহাসের শিক্ষক। কিন্তু নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের ক্লাস নিয়েছেন তিনি।