হেফাজতে থাকা বিধায়ক জীবনকৃষ্ণের দাবি পঞ্চায়েতে জিতবই

পঞ্চায়েত ভোটে তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী জীবনকৃষ্ণ সাহা। আলিপুর আদালতে তিনি‌ মন্তব্য করেন, উন্নয়ন যখন হয়েছে, জয় আমাদেরই হবে। Advertisements নিয়োগ দুর্নীতি কান্ডে আলিপুর আদালতে…

TMC leader Jiban Krishna Saha caught with job corruption manual

পঞ্চায়েত ভোটে তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী জীবনকৃষ্ণ সাহা। আলিপুর আদালতে তিনি‌ মন্তব্য করেন, উন্নয়ন যখন হয়েছে, জয় আমাদেরই হবে।

Advertisements

নিয়োগ দুর্নীতি কান্ডে আলিপুর আদালতে জীবনকৃষ্ণ সহ ৮ জনকে পেশ করা হয়। তিনি আদালত চত্বরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি অত্যন্ত আশাবাদী। বাকি প্রশ্ন এড়িয়ে যান তিনি। শুধুমাত্র পঞ্চায়েত ভোট নিয়ে মন্তব্য করতে দেখা যায় জেলবন্দী তৃণমূল বিধায়ককে।

   

মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার স্ত্রী টগর সাহা। মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ নিয়োগ কেলেঙ্কারিতে কেন্দ্রীয় এজেন্সির হাতে ধৃত। তার স্ত্রী বড়ঞা পঞ্চায়েত সমিতির ১১ নম্বর আসনে মনোনয়ন পত্র জমা দেন। তৃণমূলের প্রার্থী তালিকায় তার নাম নেই।

Advertisements