দিঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) উদ্বোধনের ঠিক আগেই ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। সৈকত শহরের নবনির্মিত জগন্নাথ ঘাটে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে এল একটি কাঠের তৈরি সাদা রঙের জগন্নাথ মূর্তি (Digha Jagannath Temple) । ঘটনাটি রবিবার সকালবেলা ঘটে, এবং মুহূর্তেই তা নিয়ে এলাকায় ছড়ায় প্রবল চাঞ্চল্য।
জানা গিয়েছে, স্নানে নেমে থাকা পর্যটকরাই প্রথম মূর্তিটি সমুদ্রতীরে (Digha Jagannath Temple) ভাসতে দেখেন। ঢেউয়ের তোড়ে ধীরে ধীরে তা ভেসে আসে ঘাটের ধারে। এরপর মূর্তিটি হাতে তুলে আনেন কয়েকজন পর্যটক। মূর্তিটি কাঠের তৈরি এবং সাদা রঙের। জলে ভেজা অবস্থায় মূর্তির মুখে একরকম আভা লক্ষ্য করা যায়, এমনটাই জানিয়েছেন উপস্থিত অনেকে।
Also Read | ব্রিগেড থেকে পুরোনো স্মৃতি মনে করিয়ে দেশব্যাপী ধর্মঘটের ডাক বামেদের
দিঘায় এখন জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) উদ্বোধন ঘিরে সাজসাজ রব। প্রশাসন থেকে শুরু করে পর্যটন দফতর, সকলেই ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। ঠিক এই সময়, অর্থাৎ মন্দির উদ্বোধনের মাত্র এক সপ্তাহ আগে এমন এক ঘটনা ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্ত-পর্যটকদের মধ্যে কৌতূহল তুঙ্গে।
পর্যটকদের (Digha Jagannath Temple) অনেকে এই ঘটনাকে অলৌকিক বলেও ব্যাখ্যা করছেন। কেউ বলছেন, “এটা ঈশ্বরের ইচ্ছা। মন্দির উদ্বোধনের আগে জগন্নাথ নিজেই এলেন এই পবিত্র স্থানে।” আবার কারও মতে, “সম্ভবত কোনো নিকটবর্তী এলাকা থেকে ঢেউয়ের তোড়ে ভেসে এসেছে মূর্তিটি।” তবে এ নিয়ে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
স্থানীয় বাসিন্দারাও এই ঘটনাকে ঘিরে বেশ আবেগপ্রবণ। তাঁরা বলছেন, এই ঘটনা দিঘার মন্দিরকে (Digha Jagannath Temple) ঘিরে আধ্যাত্মিক গুরুত্ব আরও বাড়াবে। ইতিমধ্যেই মূর্তিটি ঘাটের এক কোণে রাখা হয়েছে এবং সেখানে দর্শনার্থীদের ভিড় ক্রমাগত বাড়ছে। অনেকে ফুল, ধূপ-ধুনো নিয়ে প্রণাম করছেন সেই ভেসে আসা মূর্তিতে।
Also Read | ‘মঞ্চ সিপিএমের, ভোটার বিজেপির’, সমাজ মাধ্যমে বিস্ফোরক কুনাল
উল্লেখ্য, আগামী ২৯ এপ্রিল জগন্নাথ মন্দিরে যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৩০ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা। এর আগে ২৭ এপ্রিল মুখ্যমন্ত্রী দিঘায় পৌঁছাবেন এবং ২৮ তারিখ তিনি ট্রাস্টি বোর্ডের সঙ্গে বৈঠক করবেন। প্রশাসনিক স্তরের নানা কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন তিনি।
এই মুহূর্তে দিঘার (Digha Jagannath Temple) প্রায় সমস্ত সরকারি হোটেল, গেস্ট হাউস প্রশাসনের তরফে বুক করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফর এবং মন্দির উদ্বোধন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যটকদের ভিড় নিয়ন্ত্রণে রাখতে বিশেষ নজর দেওয়া হচ্ছে সমুদ্রতীরবর্তী এলাকাগুলিতে।
জগন্নাথধাম (Digha Jagannath Temple) দিঘার জন্য এই নতুন মন্দির এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ইতিমধ্যেই। মন্দিরটির নির্মাণশৈলী ও নকশা একদিকে ঐতিহ্য বহন করছে, আবার অন্যদিকে আধুনিক প্রযুক্তির ছোঁয়াও রয়েছে। উদ্বোধনের আগেই হাজারো পর্যটক মন্দিরের একঝলক দেখার জন্য দিঘায় আসতে শুরু করেছেন।
সমুদ্র থেকে ভেসে আসা এই মূর্তি যেন জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই এক দেবীয় বার্তা বহন করে আনল। মন্দির উদ্বোধনের উৎসবে এই ঘটনাটি যে আরও মেধা ও ভাবগম্ভীরতা যোগ করবে, তা বলাই বাহুল্য।