Jadavpur University: আচমকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদচ্যুত

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur Univetsity) অন্তবর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউকে সরিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার সমাবর্তনের আগেই এমন সিদ্ধান্তে হতচকিত শিক্ষা মহল। রাজভবনের তরফে উপাচার্য…

Jadavpur University death

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur Univetsity) অন্তবর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউকে সরিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার সমাবর্তনের আগেই এমন সিদ্ধান্তে হতচকিত শিক্ষা মহল। রাজভবনের তরফে উপাচার্য বুদ্ধদেব সাউকে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁকে কর্তব্য থেকে অব্যাহতি দেওয়া হলো।

কী কারণে জটিলতা? জানা যাচ্ছে যাবতীয় বিতর্কের কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। ২৪ ডিসেম্বর অর্থাত রবিবার হবে সমাবর্তন। প্রতি বছর এই দিনেই যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠান হয়। এর জন্য যাদবপুরে প্রতি বছর কোর্ট বৈঠক করতে হয়। বৈঠক করতে আচার্য অর্থাত রাজ্যপালের অনুমতি নিতে হয়। চলতি বছর আইনি জটিলতার কারণ দেখিয়ে বৈঠকের অনুমতি দেননি রাজ্যপাল। যদিও নির্ধারিত দিনেই সমাবর্তন হবে এমন জানিয়ে দেয় বিশ্ববিদ্যাল়য কর্তৃপক্ষ। সিদ্ধান্তকে স্বাগত জানায় রাজ্য শিক্ষা দফতর।

   
Advertisements

বিশ্ববিদ্যালয়ের আচরণে ক্ষুব্ধ হন রাজ্যপাল। অবশেষে নিজের পদাধিকার বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস নিলেন পদক্ষেপ। তিনি সরিয়ে দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যকে।