ব়্যাগিং রুখতে রাতে বন্ধ অন্য হোস্টেলের পথ! প্রতিবাদে উপাচার্যের ঘরে তালা ঝোলাল ছাত্ররা

কলকাতা: কর্তৃপক্ষের নয়া নিয়মের বিরুদ্ধে সরব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্ররা। তাঁদের অভিযোগ, রাত ১১টার পর হস্টেলগুলোর প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ায় এক হস্টেল থেকে অন্য…

Jadavpur University Students Call for Another Protest Rally

কলকাতা: কর্তৃপক্ষের নয়া নিয়মের বিরুদ্ধে সরব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্ররা। তাঁদের অভিযোগ, রাত ১১টার পর হস্টেলগুলোর প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ায় এক হস্টেল থেকে অন্য হস্টেলে যাতায়াত করা সম্ভব হচ্ছে না। এই নিয়মের প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসে তালা ঝোলালেন ছাত্ররা৷ 

প্রথম বর্ষের ছাত্রদের দাবি, হস্টেলে অবাধ প্রবেশের ব্যবস্থা করা হোক। এছাড়া, হস্টেলের দৈনন্দিন ব্যবহারের সামগ্রী—যেমন, লাইট, ফ্যান, ওয়াটার কুলার—এসবের যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্যেও তারা সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। তাঁদের আরও দাবি, হস্টেলের ছাদের দরজা ২৪ ঘণ্টা খোলা রাখা হোক, যাতে ছাত্ররা যে কোনও সময় প্রয়োজনে ছাদে যেতে পারে।

   

গত কয়েক বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই হস্টেলগুলি অনেকের কাছেই আতঙ্ক হয়ে উঠেছে৷  গত কয়েক বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিংয়ের কারণে বেশ কয়েকটি মর্মান্তিক ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর ছাত্রদের মধ্যে একটি নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, বিশেষ করে প্রথম বর্ষের ছাত্রদের মধ্যে। এই উদ্বেগ কাটাতে এবং ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে, কর্তৃপক্ষ রাত ১১টার পর হস্টেলে প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ 

Advertisements

গত বছরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন ভাস্কর গুপ্ত। প্রায় তিন মাসের টালবাহানার পর স্থায়ী উপাচার্য পদে নিয়োগ করা হয় বৈদ্যুতিন দূরসংযোগ বিভাগের অধ্যাপককে৷ তাঁর নিয়োগের পর, বিশ্ববিদ্যালয়ের নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে এই নতুন নিয়মও রয়েছে। রাজ্যের আচার্য সিভি আনন্দ বোসও এই পরিবর্তনগুলো অনুমোদন করেছেন। তবে, ছাত্রদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদ থেমে নেই৷ তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছে৷