নিম্নচাপের জেরে সপ্তাহের শেষে ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের জন্য সতর্কতা

সপ্তাহের শেষে ভ্যাপসা গরম থেকে পেতে পারেন মুক্তি। হাওয়া অফিসের রিপোর্টে তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। জানা গিয়েছে যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তাই ক্রমশ বৃষ্টি…

weather

সপ্তাহের শেষে ভ্যাপসা গরম থেকে পেতে পারেন মুক্তি। হাওয়া অফিসের রিপোর্টে তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। জানা গিয়েছে যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তাই ক্রমশ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে। ভারী বৃষ্টির পূর্বাভাস বেশ কয়েক জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার থেকে সোমবার পর্যন্ত। শুধু তাই নয়, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।

আরও নাস্তানাবুদ বাইডেন! প্রেসিডেন্টের লড়াই থেকে জো-কে সরাতে এবার মরিয়া ওবামা

   

হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে যে শুক্রবার উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গ উপকূল-সহ উত্তর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আগামিকাল শনিবার থেকে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আরও জানা গিয়েছে যে এই নিম্নচাপ উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে। এটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী দু’দিনে এটি আরও সক্রিয় হয়ে ওড়িশা উপকূলে পৌঁছবে।

হাওয়া অফিসের থেকে পাওয়া খবর অনুযায়ী, শুক্রবার আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামিকাল, শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার থেকে সোমবার কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ! বাংলায় একধাক্কায় অনেকটাই বাড়ছে মদের দাম

সপ্তাহের শেষে কলকাতায় জমিয়ে বৃষ্টির হবে। আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই এই ভ্যাপসা গরম থেকে মুক্তি পাওয়া যেতে পারে। রবিবার ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবসের দিন দিনভর মেঘলা আকাশ থাকবে ৷ সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে।
হাওয়া অফিসের সূত্র অনুসারে, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৮ থেকে ৯১ শতাংশ।