ভ্যাপসা গরম থেকে মিলবে মুক্তি, সপ্তাহ শেষে ঝেঁপে নামবে বৃষ্টি

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী। মাঝেমধ্যে বৃষ্টি নামলেও প্রায় সারাদিন ধরে থাকছে আর্দ্রতাজনিত গরম। বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ তৈরির সম্ভাবনা(Weather Update)। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় ভারী…

Rain girl

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী। মাঝেমধ্যে বৃষ্টি নামলেও প্রায় সারাদিন ধরে থাকছে আর্দ্রতাজনিত গরম। বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ তৈরির সম্ভাবনা(Weather Update)। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

শখ-স্বপ্নের অনন্য অনুভূতি, এবার ভিসা ছাড়াই যেতে পারবেন কোন কোন দেশে?

   

সপ্তাহ জুড়েই রাজ্যের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পর্যন্ত ওয়াইড স্প্রেইড রেইন চলবে। সপ্তাহান্তে বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আগামিকাল, বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টি ফের বাড়বে।
অন্যদিকে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। আজ, বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে কলকাতাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তিও হবে।

৯০’র আতঙ্ক উপত্যকায়! রাতের আঁধারে ভস্মীভূত কাশ্মীরি পন্ডিতদের ভিটেবাড়ি

বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৬ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৭.৮ মিলিমিটার।