বুধবার থেকে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি

বুধবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather update) । বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাসও দেওয়া হয়েছে। তবে…

wetaher update

বুধবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather update) । বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাসও দেওয়া হয়েছে। তবে বাংলা জুড়ে বর্ষার দাপট বাড়লেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। পাশাপাশি হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে সারা বাংলা জুড়ে বৃষ্টির ঘাটতি রয়েছে।

আলিপুর আবহাওয়া অফিসের সূত্রে খবর, এই মুহূর্তে দীঘার উপর অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা।মৌসুমি অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। আর তার প্রভাবেই রাজ্য জুড়ে চলছে বৃষ্টি পরিস্থিতি । বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ফের উত্তরবঙ্গের ভারী বৃষ্টিপাতের সম্ভবনা থাকছে বলে জানা গিয়েছে।

   

বিক্ষোভের গেরোয় বাংলাদেশিরা, ভিসা বন্ধ করে আমিরি শাস্তি

শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কিন্তু জুলাই মাসেও দক্ষিণবঙ্গে বৃষ্টি ঘাটতি থাকবে ৷ বিশেষত গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির ঘাটতি পূরণের এখনই সম্ভাবনা নেই। হাওয়া অফিসের সূত্রে খবর, গড়ে প্রায় ৫০ শতাংশ ঘাটতি থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ বুধবার দিনের আকাশ সম্ভবত মেঘলা। বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।