কলকাতা: বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির ঘটনায় উত্তাল দুই বাংলা৷ সে দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার ক্রমেই বাড়তে শুরু করেছে৷ প্রতিবাদ জানিলেই বাড়ছে অত্যাচার৷ এমনকি বাংলাদেশে ইসকন (ISKCON)-কে নিষিদ্ধ করার জোরাল দাবি উঠতে শুরু করেছে৷ এরই মধ্যে এপার বাংলার হ্যাকড ইসকনের ওয়েবসাইট৷ (iskcon temple website hacked)
নিউটাউন, ইসকন-এর ওয়েবসাইটে হানা iskcon temple website hacked
গত দু দিন ধরেই সমস্যা চলছিল নিউটাউন, ইসকন-এর ওয়েবসাইটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল সম্ভবত এটা প্রযুক্তিগত ত্রুটি। কিন্তু, শনিবার সকালে ওয়েবসাইট খুলতেই চোখ কপালে ওঠে ইসকন কর্তৃপক্ষের৷ সেখানে জ্বলজ্বল তরে ওঠে ইসলামি ভাষার স্লোগান। অভিযোগ ইসলামি সংগঠন ‘আল মশাল’ ওই ওয়েবসাইটটি হ্যাক করেছে৷ তড়িঘড়ি ইঞ্জিনিয়ারদের খবর দেওয়া হয়৷ প্রযুক্তিবিদদের ডেকে শুরু হয় ওয়েবসাইট মেরামতের কাজ৷ অবশেষে ওয়েবসাইট উদ্ধার করা হয়৷ আপাতত ঠিকঠাক কাজ করছে নিউটাউন ইসকন-এর ওয়েবসাইট৷
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার iskcon temple website hacked
বাংলাদেশে পালাবদল ও বর্তমান পরিস্থিতি নিয়ে ক্রমাগতই নিজেদের মতামত জানাচ্ছে ইসকন৷ বাংলাদেশে যে ভাবে হিন্দুদের ওপর অত্যাচার চলছে তার তীব্র নিন্দা জানিয়েছে তারা। পাশাপাশি চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়েও সোচ্চার কলকাতার ইসকন কর্তৃপক্ষ৷ এখনও পর্যন্ত জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাস। তাঁর হয়ে আদালতে লড়তে চাইছেন না কোনও আইনজীবী৷ বারবার পিছচ্ছে শুনানি৷
চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি iskcon temple website hacked
উল্লেখ্য, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করা হয়েছিল। চিন্ময়কৃষ্ণ দাস এই মঞ্চের মুখপাত্র। ওই সমাবেশের পরে চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। এর জেরে তীব্র উত্তেজনা ছড়ায়। তবে ইসকন বাংলাদেশ শাখা সব অভিযোগ অস্বীকার করেছে।
ইসকনের কার্যনির্বাহী কমিটির কয়েকজন সদস্য জানিয়েছেন চিন্ময়কৃষ্ণ দাসকে দাসকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত জুলাই মাসে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি আদৌ ইসকল বাংলাদেশ শাখার সদস্য নন।
Kolkata City: ISKCON website hacked amid rising tensions in Bangladesh. Arrest of Monk Chinmoy Krishna Das sparks protests. Islamic slogans displayed on Newtown ISKCON site, now restored