Anis Muder: ছাত্রনেতার মৃত্যুর প্রতিবাদে মিছিল ISF-এর

ছাত্রনেতা আনিস খান কাণ্ডের মৃত্যুর প্রতিবাদে এবার পথে নামল আইএসএফ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মিছিল করছে আইএসএফ। মঙ্গলবার দল শিয়ালদহ থেকে ধর্মতলা অবধি মিছিল করে। এই…

 Anis Muder: ছাত্রনেতার মৃত্যুর প্রতিবাদে মিছিল ISF-এর

ছাত্রনেতা আনিস খান কাণ্ডের মৃত্যুর প্রতিবাদে এবার পথে নামল আইএসএফ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মিছিল করছে আইএসএফ।

মঙ্গলবার দল শিয়ালদহ থেকে ধর্মতলা অবধি মিছিল করে। এই মিছিলে রয়েছেন আইএসএফ-এর বিধায়ক নওশাদ সিদ্দিকি। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিকে এহেন মিছিলের জেরে স্বাভাবিকভাবে ব্যাহত হয়ে পড়েছে যান চলাচল।

 Anis Muder: ছাত্রনেতার মৃত্যুর প্রতিবাদে মিছিল ISF-এর

Advertisements

উল্লেখ্য, সম্প্রতি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি অভিযোগ করে বলেন, কবরে শায়িত দেহের যে যথেষ্ট গুরুত্ব রয়েছে এখন তা বোঝাই যাচ্ছে। অথচ এই দেহ নিরাপত্তা ছাড়াই পড়ে রয়েছে। তাঁর দাবি, পুলিশ কবর থেকে লাশ তুলে ময়নাতদন্ত করলে তার রিপোর্টে নয়ছয় হতে পারে। হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যেতে পারে। 

উল্লেখ্য, দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য তোলা হয় আনিস খানের দেহ। জানা গিয়েছে, সোমবার ডিস্ট্রিক্ট জজ ও আইনজীবীর উপস্থিতিতে সিটের সদস্যরা দেহ তোলা হয়। সূত্র মারফত খবর, এসএসকেএম হাসপাতালে হবে আনিসের দেহের ময়নাতদন্ত। করা হবে ভিডিওগ্রাফি।