জহর সরকারের ছেড়ে আসা আসনে রাজ্যসভায় মনোনীত হলেন তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। শনিবার এমনটাই জানানো হয়েছে রাজ্যের শাসক দলের তরফ থেকে। আরজি করের ঘটনার প্রতিবাদে গত অক্টোবরে রাজ্যসভার সাংসদ পদ ত্যাগ করেছিলেন জহর সরকার। এবার সেই পদেই স্থলাভিষিক্ত হলেন উত্তরবঙ্গের চা বাগান সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা ঋতব্রত।
অনৈতিক কাজের জন্য ২০১৭ সালে সিপিএম থেকে বহিস্কৃত হয়েছিলেন তিনি। এবার সাত বছর বাদে সিপিএমের সেই বহিস্কৃত নেতা ঋতব্রতকে রাজ্যসভায় মনোনীত করল শাসক দল। আজ অর্থাৎ শনিবার দুপুরে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, “মাননীয় চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসেবে ঘোষণা করতে পেরে আনন্দিত।
পশ্চিমবঙ্গে কেরোসিন খরচে বিস্ময়কর বৃদ্ধি, অপব্যবহারের প্রসঙ্গ তুলে রাজ্যকে চিঠি কেন্দ্রের
আসন্ন রাজ্যসভা উপ-নির্বাচনের জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভার প্রার্থী করা হচ্ছে। আমরা তার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই। তিনি যেন তৃণমূলের অদম্য চেতনার চিরস্থায়ী উত্তরাধিকারকে ধরে রাখার জন্য কাজ করেন এবং প্রতিটি ভারতীয়র অধিকারের পক্ষে সমর্থন চালিয়ে যান।” এই খবর প্রকাশ্যে আসার পর তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একজন আদর্শ এমপি।
অন্যদিকে তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় মনোনীত করার জন্য এক্স হ্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “এই স্বীকৃতি সত্যিই প্রাপ্য, অক্লান্ত পরিশ্রমের প্রতিফলন। সংস্থাকে শক্তিশালী করার জন্য এবং বিশ্বব্যাপি জুড়ে ট্রেড ইউনিয়ন কর্মীদের পক্ষে ওকালতিতে বিনিয়োগ করেছে।
This recognition is truly well-deserved, reflecting the tireless effort @RitabrataBanerj has invested in strengthening the organization and advocating for trade union workers across WB. While it may take time but commitment, performance and hard work are always rewarded in the… https://t.co/6DcM1D5LrZ
— Abhishek Banerjee (@abhishekaitc) December 7, 2024
তবে প্রতিশ্রুতি, কর্মক্ষমতা এবং কঠোর পরিশ্রম সর্বদা শেষ পর্যন্ত পুরস্কৃত হয়।” অতীতে সাংসদ থাকাকালীন একাধিক বিতর্কে জড়িয়েছিলেন ঋতব্রত। সংসদ ভবন চত্বরে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রকে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করে কম জলঘোলা হয়নি রাজ্য রাজনীতিতে। এবার ৩৬০ ডিগ্রী ঘুরে তৃণমূলের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।
দিঘার জগন্নাথ মন্দিরের কাজ দেখতে মমতার তিন দিনের সফর পূর্ব মেদিনীপুরে
Ritabrata Banerjee: Ritabrata Banerjee, a leader of the Trinamool Congress (TMC), has been nominated to the Rajya Sabha seat vacated by Jahar Sarkar. Sarkar resigned from his position in October in protest against the Arji Korer incident. Banerjee, who is responsible for overseeing tea garden affairs in North Bengal, will now take his place in the upper house of Parliament. https://ekolkata24.com/