প্রতিশ্রুতিই সার! শিয়ালদহে এখনও চলছে ৯ বগির ট্রেন

Bridge Girder Replacement Work Between Shyambazar and Dumdum: 27 Trains Cancelled on Saturday and Sunday, Passengers Face Severe Disruptions
Bridge Girder Replacement Work Between Shyambazar and Dumdum: 27 Trains Cancelled on Saturday and Sunday, Passengers Face Severe Disruptions

রেলের প্রতিশ্রুতিই সার! ১ জুলাইয়ের পর প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও শিয়ালদহ (Sealdah) ডিভিশনে ৯ বগির ট্রেন দেওয়া হচ্ছে। অফিস টাইমে শিয়ালদহ (Sealdah) উত্তর শাখার বেশ কয়েকটি লাইনে ৯ বগির ট্রেন দেওয়া হচ্ছে। শুক্রবার ৩৩৩২১ বারাসত-হাসনাবাদ লোকাল ৯ বগির দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিত্যযাত্রীরা।

রেলের এহেন আচরণে চরম ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এক নিত্যযাত্রীর কথায়, সপ্তাহখানেক আগে শুনলাম ৯ বগির দুটো রেক নাকি শিয়ালদহ ডিভিশন হাওড়া ডিভিশনের হাতে তুলে দেবে। কিন্তু ঘোষণাই সার, কিছু লাইনে সারাদিনই খুব ভিড় থাকে। তা সত্ত্বেও ৯ বগির ট্রেন দেওয়া হচ্ছে। এর ফলে প্রচণ্ড অসুবিধার মুখে পড়তে হচ্ছে।

   

৯ বগির ট্রেন দেওয়ার ফলে একদিকে যেমন ভিড় বেশি হচ্ছে, তেমনই বিধাননগর-দমদম-সোদপুর-বেলঘড়িয়ার মতো স্টেশন থেকে ট্রেনে চড়তে গিয়ে সমস্যার মুখে পড়ছেন যাত্রীরা। এক কলেজপড়ুয়ার কথায়, বিধাননগর থেকে বেশিরভাগ দিনই ট্রেনে উঠতে সমস্যা হয়। ৯ বগির ট্রেন দেওয়ায় সেই সমস্যা আরও বৃদ্ধি পাচ্ছে। বহু মানুষ ট্রেনে উঠতে পারছেন না।

শিয়ালদহ শাখায় ফের যাত্রী ভোগান্তি! ২০-২১ জুলাই বাতিল বহু লোকাল ট্রেন

এদিকে আর কয়েক মাসের মধ্যেই বিরাট উপহার পেতে চলেছেন শিয়ালদহের নিত্যযাত্রীরা। রেলের তরফে যাত্রীদের প্রবেশ-প্রস্থানের জন্য নতুন গেট বানানো হচ্ছে। কয়েক সপ্তাহ আগে গেটের কাজ শুরু হয়েছে। আপাতত জোরকদমে সেই কাজ চলছে। এজন্য রেলের তরফে ব্যারিকেডও করে দেওয়া হয়েছে।

যাত্রীদের সুবিধার্থে ১ ও ২ নম্বর স্টেশনে সামনের অংশে নতুন গেট বানাতে চলেছে রেল। কয়েক মাসের মধ্যে এই গেট চালু হতে পারে বলে খবর। প্রসঙ্গত, দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে শিয়ালদহ স্টেশনের প্রফুল্ল দ্বার (১ নম্বর স্টেশনের পাশের গেট)। টিন দিয়ে সিল করে দেওয়া হয় ওই গেট। এর ফলে ব্যাপক সমস্যায় পড়তেন যাত্রীরা।

সাংঘাতিক গর্বের নজির ভারতীয় রেলের! দুনিয়ার সবচেয়ে উঁচু সেতু দিয়ে চলবে ট্রেন

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন