দিনের ব্যস্ত সময়েও চলছে ৯ বগির ট্রেন, ক্ষুব্ধ শিয়ালদহের যাত্রীরা

রেলের প্রতিশ্রুতিই সার! ১ জুলাইয়ের পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও শিয়ালদহ (Sealdah) ডিভিশনে ৯ বগির ট্রেন দেওয়া হচ্ছে। অফিস টাইমে শিয়ালদহ (Sealdah) উত্তর শাখার…

local train

রেলের প্রতিশ্রুতিই সার! ১ জুলাইয়ের পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও শিয়ালদহ (Sealdah) ডিভিশনে ৯ বগির ট্রেন দেওয়া হচ্ছে। অফিস টাইমে শিয়ালদহ (Sealdah) উত্তর শাখার বেশ কয়েকটি লাইনে ৯ বগির ট্রেন দেওয়া হচ্ছে। আজ, রবিবার সপ্তাহের প্রথম কাজের দিনও সকাল ৮টা ৩০মিনিটের ডাউন নৈহাটি-শিয়ালদহ লোকাল (৩১৪১৮) ৯ কোচের দেওয়া হয়েছে।

রেলের এহেন আচরণে চরম ক্ষোভ প্রকাশ করেছেন নিত্যযাত্রীরা। এক নিত্যযাত্রীর কথায়, দিন দুয়েক আগে শুনলাম ৯ বগির দুটো রেক নাকি শিয়ালদহ ডিভিশন হাওড়া ডিভিশনের হাতে তুলে দেবে। কিন্তু ঘোষণাই সার, রবিবার ছুটির দিন হলে সকালের দিকে ভিড় ভালোই থাকে। তা সত্ত্বেও ৯ বগির ট্রেন দেওয়া হচ্ছে। এর ফলে প্রচণ্ড ভিড় হচ্ছে।

   

৯ বগির ট্রেন দেওয়ার ফলে একদিকে যেমন ভিড় বেশি হচ্ছে, তেমনই বিধাননগর-দমদম-সোদপুর-বেলঘড়িয়ার মতো স্টেশন থেকে ট্রেনে চড়তে গিয়ে সমস্যার মুখে পড়ছেন যাত্রীরা। এক কলেজপড়ুয়ার কথায়, বিধাননগর থেকে বেশিরভাগ দিনই ট্রেনে উঠতে সমস্যা হয়। ৯ বগির ট্রেন দেওয়ায় সেই সমস্যা আরও বৃদ্ধি পাচ্ছে। বহু মানুষ ট্রেনে উঠতে পারছেন না।

৩ সপ্তাহজুড়ে হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, দেখুন তালিকা

এদিকে আর কয়েকদিনের মধ্যেই বিরাট উপহার পেতে চলেছেন শিয়ালদহের নিত্যযাত্রীরা। রেলের তরফে যাত্রীদের প্রবেশ-প্রস্থানের জন্য নতুন গেট বানানো হচ্ছে। কয়েক সপ্তাহ আগে গেটের কাজ শুরু হয়েছে। আপাতত জোরকদমে সেই কাজ চলছে। এজন্য রেলের তরফে ব্যারিকেডও করে দেওয়া হয়েছে।

যাত্রীদের সুবিধার্থে ১ ও ২ নম্বর স্টেশনে সামনের অংশে নতুন গেট বানাতে চলেছে রেল। জুলাইয়ের মাঝামাঝি এই গেট চালু হতে পারে বলে খবর। প্রসঙ্গত, দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে শিয়ালদহ স্টেশনের প্রফুল্ল দ্বার (১ নম্বর স্টেশনের পাশের গেট)। টিন দিয়ে সিল করে দেওয়া হয় ওই গেট। এর ফলে ব্যাপক সমস্যায় পড়ছেন যাত্রীরা।

যেমন কথা তেমন কাজ! কল্যাণের বাড়িতে ৬৩টি রসগোল্লা পাঠালেন কুণাল