‘নিদোর্ষের যেন শাস্তি না হয়’, ধনঞ্জয়ের ফাঁসির কথা তুলে বড় কথা মমতার

বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ভাষণে মুখ্যমন্ত্রী মুখে হেতাল পারেখকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ। তুলে ধরলেন আরজি কর কাণ্ড নিয়ে তাঁর সরকারের কাজেক খতিয়ান।…

mamata vows against Bangladesh over westbengal fishermen torture on Monday in Gangasagar

বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ভাষণে মুখ্যমন্ত্রী মুখে হেতাল পারেখকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ। তুলে ধরলেন আরজি কর কাণ্ড নিয়ে তাঁর সরকারের কাজেক খতিয়ান। তবে এই মামলার তদন্তে সিবিআইকে নবান্ন সহযোগিতা করবে বলেও আস্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২০০৪ সালে ধনঞ্জয় ভট্টাচার্যর ফাঁসি হয়েছিল। স্কুল পড়ুয়া হেতাল পারেখকে ধর্ষণ করে খুনের অভিযোগে প্রাণদণ্ড হয় ধনঞ্জয়ের। ওই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘ধনঞ্জয় ভট্টাচার্যের কেস মনে আছে তো? যে সাক্ষী দিয়েছিল, সে এখন বলছে, আমি পাপ বোধ করছি। আমাকে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করেছিল সিপিএম। আমরা সেটা চাই না। তাই তদন্তের আগে কাউকে জোর করে দোষী প্রমাণ করতে চাওয়া হয়নি।’

   

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনি দোষী লোককে ফাঁসি দিন, কিন্তু নির্দোষকে যেন শাস্তি না দেওয়া হয়, সেটা মাথায় রাখবেন। হাজারটা দোষী লোককে ফাঁসি কাঠে চড়িয়ে দিন, আমাদের কোনও লেনাদেনা নেই। পাশবিক অত্যাচারে আমরাও ফাঁসি চাই। কিন্তু মৃত্যুর নামে রাজনীতি বরদাস্ত করব না।’

‘ন্যায় দেওয়ার পরিবর্তে অপরাধীদের বাঁচানোর চেষ্টা,’ আরজি করকাণ্ডে বিস্ফোরক রাহুল

মুখ্যমন্ত্রী মনে করিয়েছেন, আরজি কর কাণ্ড যেদিন সামনে এলো সেদিন তিনি ঝাড়গ্রাম থেকে ফিরছিলেন। শোনামাত্র কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ফোন করেন। মেয়েটির বাবা, মায়ের সঙ্গেও কথা বলেছিলেন। মমতার দাবি, কন্যাহার অভিভাবকদের তিনি বলেছিলাম, ‘পুলিশ তদন্ত করবে। আমি ওদের ফাঁসি চাই। সারা রাত জেগে থেকে তদন্ত করিয়েছি। রাত ২টো পর্যন্ত পুলিশ কমিশনার আমার সঙ্গে কথা হয়েছে। ঘটনায় ১৬৪ জনকে জেরা করে ১২ ঘণ্টার মধ্যে আসল খুনিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম। একটা তদন্ত করতে সময় লাগে। তা না করে কাউকে আগে থেকে দোষী হিসেবে চিহ্নিত করা ঠিক নয়।’

এরপরই ধনঞ্জয়ের প্রসঙ্গ টেনে এনে মুখ্মন্ত্রী বলেন, আমি দুঃখিত, বুদ্ধবাবু (রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য) সম্প্রতি মারা গেছে। কিন্তু তাঁর আমলে অনেক ঘটনা ঘটেছিল। ডোরিনা ক্রসিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ধনঞ্জয়ের ফাঁসি চাই। আমি চাই না, এভাবে নিদোর্ষ কাউকে শাস্তি দিতে। তাই পুলিশকে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করতে বলেছিলাম।’

বাম আমলের ধানতলা, বানতলা থেকে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘রাগ থাকলে আমাকে নিয়ে বলুন। কিন্তু বাংলা মাকে অসম্মান করবেন না। মৃত্যু নিয়ে রাজনীতি আমি বরদাস্ত করব না।’

আরজি করের নারকীয় ঘটনার প্রতিবাদে সরকারি হাসপাতালগুলোতে চলছে ডাক্তারদের কর্মবিরতি। বেহাল রোগী পরিষেবা। চরম হয়রানির মুখে তারা। আন্দোলনকারী চিকিৎসকদের এ দিন কাজে ফেরার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘৫ দিন হয়ে গেল, তিন জন মারা গিয়েছেন। পায়ে ধরে বলছি চিকিৎসা পরিষেবা দিন। আপনারা কিন্তু চিকিৎসা দিতে অঙ্গীকারবদ্ধ। যাঁরা ডিউটিতে যোগ দেননি তাঁরা ‘