ভারতীয় রেলওয়ে (Indian Railways) যাত্রীদের জন্য বড়সড় পরিবর্তনের ঘোষণা করেছে। আসছে ১ অক্টোবর, ২০২৫ থেকে রেলের অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে। এই নিয়ম অনুযায়ী, যাত্রীরা যখন আইআরসিটিসি (IRCTC) ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে সাধারণ সংরক্ষিত (General Reserved) টিকিট বুক করবেন, তখন টিকিট বুকিং করতে হলে আধার যাচাই (Aadhaar Authentication) বাধ্যতামূলক হবে।
রেল কর্তৃপক্ষের দাবি, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো সংরক্ষিত টিকিটের অপব্যবহার রোধ করা এবং প্রকৃত যাত্রীদের জন্য স্বচ্ছ ও ন্যায্য সুযোগ তৈরি করা। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, আইআরসিটিসি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে অনলাইন সাধারণ রিজার্ভেশন খোলার প্রথম ১৫ মিনিটের মধ্যে অনলাইনে সংরক্ষিত সাধারণ মানুষ টিকিট বুক করতে পারবেন সাধারণ মানুষ। ১ অক্টোবর থেকে, কেবলমাত্র আধার কার্ড ব্যবহার করেই তা করা যাবে। বহু সময় দেখা যায়, টিকিট খোলার প্রথম মুহূর্তে বিভিন্ন অসাধু দালাল বা অননুমোদিত এজেন্টরা বড় সংখ্যায় টিকিট বুক করে নেয়। ফলে প্রকৃত যাত্রীরা বঞ্চিত হন। আধার যাচাইয়ের মাধ্যমে রেলওয়ে আশা করছে যে এই ধরনের অপব্যবহার কমবে এবং প্রকৃত যাত্রীদের সুবিধা হবে।
রেলওয়ের (Indian Railways) কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন যে, রেলওয়ে কাউন্টারে বুকিংয়ের সময়সূচি অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, যারা সরাসরি রেলস্টেশনের কাউন্টারে গিয়ে টিকিট বুক করবেন, তাঁদের ক্ষেত্রে কোনও নতুন নিয়ম কার্যকর হবে না। সেই সঙ্গে বর্তমান যে নিয়ম অনুযায়ী অনুমোদিত এজেন্টরা টিকিট খোলার প্রথম ১০ মিনিটে বুকিং করতে পারেন না, সেটিও অপরিবর্তিত থাকবে।
রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, এই নতুন নিয়মের ফলে অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়বে। বর্তমানে যেভাবে টিকিট বুকিংয়ে অসাধু চক্রের দৌরাত্ম্য দেখা যায়, তাতে প্রকৃত যাত্রীদের হয়রানি হতে হয়।
বিশেষজ্ঞদের মতে, আধার যাচাইয়ের মাধ্যমে প্রতিটি যাত্রীর একটি ইউনিক আইডি তৈরি হবে, যার ফলে একই ব্যক্তির একাধিক আইডি ব্যবহার করে একসঙ্গে একাধিক টিকিট বুক করার প্রবণতা রোধ করা সম্ভব হবে।