দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি কমাতে তৎপর ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। বেশ কিছু ট্রেনের যাত্রা নিয়ন্ত্রণের কথা জানানো হয়েছে। পাশাপাশি ট্রেনের বাতিলের ঘোষণা করা হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।
খেলাধুলো বাদ দিয়েই পঞ্চাশে নেতাজি ইন্ডোর, সঙ্গী শুধুই রাজনীতির রঙ্গ
ভারতীয় রেলের (Indian Railway) ঘোষণা
হাওড়া থেকে ছাড়ে এমন দুটি ট্রেনের যাত্রায় বদল আনা হয়েছে। যার মধ্যে রয়েছে ১২৮৭০ হাওড়া-সিএসএমটি মুম্বাই এক্সপ্রেস। ট্রেনটি আগামীকাল অর্থাৎ ২৪ জানুয়ারি দাদর পর্যন্ত চলবে। আবার ওই একইদিনে ১২৮১০ হাওড়া-সিএসএমটি মুম্বাই মেইলের যাত্রাও দাদর পর্যন্ত নিয়ন্ত্রিত করা হয়েছে।
এছাড়া উন্নয়নমূলক কাজের জন্য ফের কিছু ট্রেন বাতিল করেছে রেল। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে। সেই তালিকায় রয়েছে ১২৮০২ নতুন দিল্লি-পুরী এক্সপ্রেস। এই দুরপাল্লার ট্রেনটি আগামী ৩০ জানুয়ারি ও ৪ ফেব্রুয়ারি বাতিল থাকছে।
#ser #IndianRailways pic.twitter.com/qkMaouZTHQ
— South Eastern Railway (@serailwaykol) January 23, 2025
এছাড়া আরও দুটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। ১২৬১৫ পুরী-আনন্দ বিহার এক্সপ্রেস আগামী ২৭ তারিখ চলবে না। আবার ১৮৩০৯ সম্বলপুর-জম্মু তাওয়াই এক্সপ্রেস চালানো হবে না বলে জানিয়েছে ভারতীয় রেল (Indian Railway)।
প্রসঙ্গত, উপরিউক্ত ট্রেন বাতিল ও রুট পরিবর্তনের জন্য যে যাত্রী হয়রানি হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই রেলের পক্ষ থেকে আগেভাগেই সে কথা জানিয়ে দেওয়া হয়। এবারও যার অন্যথা হয়নি। যাত্রীদের যাতে সমস্যায় না পড়তে হয়, সে কারণেই এই পদক্ষেপ। তবে যাত্রী হয়রানির কারণে দুঃখপ্রকাশ করেছে রেল (Indian Railway)।