এই ডিভিশনে একাধিক ট্রেনের চলাচলে পরিবর্তন, যাত্রী ভোগান্তি এড়াতে ঘোষণা রেলের

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian…

Indian Railway

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিবারের ন্যায় এবারও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার পাশাপাশি বাতিলের কথা জানানো হয়েছে। চলুন তালিকায় কোন কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।

এবার বাংলাদেশীদের জন্য বন্ধ ভারতের হোটেল

   

Indian Railway: ট্রেনের চলাচল সংক্রান্ত পরিবর্তন

আদ্রা ডিভিশনে উন্নয়নমূলক কাজের কারণে বেশ কিছু ট্রেনের চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। এর মধ্যে কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। আবার কিছু ট্রেন অন্য পথে চালানো হবে। বাতিলের তালিকাতেও রয়েছে বেশকিছু ট্রেন।

সংক্ষিপ্ত যাত্রা

আদ্রা থেকে গোমো ও খড়গপুরের মধ্যে চলাচলকারী দুটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে।

18024 নেটাজি সুভাষচন্দ্র বোস গোমো-খড়গপুর এক্সপ্রেস আদ্রা থেকে খড়গপুর পর্যন্ত চলবে।
18023 খড়গপুর-নেটাজি সুভাষচন্দ্র বোস গোমো এক্সপ্রেস খড়গপুর থেকে আদ্রা পর্যন্ত চলবে।

রুট পরিবর্তন

কিছু ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে।

18628/18627 রাঁচি-হাওড়া-রাঁচি এক্সপ্রেস এখন মুরি, গুণ্ডা বিহার, চাঁদিল, টাটানগর এবং খড়গপুরের মাধ্যমে চলবে।

ভোপাল গ্যাস দুর্ঘটনার ৪০ বছর পরও বিষাক্ত বর্জ্য রয়ে গেছে

বাতিল ট্রেন

নিম্নলিখিত ট্রেনগুলি ৩ ডিসেম্বর ২০২৪ তারিখে বাতিল করা হয়েছে:

08680/08679 মেদিনীপুর-আদ্রা-মেদিনীপুর মেমু প্যাসেঞ্জার
08644/08643 আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার
18035/18036 খড়গপুর-হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস
12885/12886 শালিমার-ভোজুডিহ-শালিমার এক্সপ্রেস
12883/12884 সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস
18027/18028 খড়গপুর-আসানসোল-খড়গপুর মেমু এক্সপ্রেস

কিছু ট্রেন পুনরায় চালানো হবে

নির্ধারিত তারিখ থেকে কিছু ট্রেন পুনরায় চলবে।

18601/18602 টাটানগর-হাতিয়া-টাটানগর এক্সপ্রেস ৪ ডিসেম্বর ২০২৪ থেকে চলবে।
18113/18114 টাটানগর-বিলাসপুর-টাটানগর এক্সপ্রেস ৪ ডিসেম্বর ২০২৪ থেকে চলবে।
08151/08152 টাটানগর-বরকাকানা-টাটানগর প্যাসেঞ্জার ৪ ডিসেম্বর ২০২৪ থেকে চলবে।
08697/08698 ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু ৪ ও ৫ ডিসেম্বর ২০২৪ তারিখে চলবে।
08173/08174 আসানসোল-টাটানগর-আসানসোল মেমু ৪ ডিসেম্বর থেকে চলবে এবং ৫ ডিসেম্বর থেকে মূল রুটে চালু হবে।
13301/13302 ধানবাদ-টাটানগর-ধানবাদ এক্সপ্রেস ৪ ও ৫ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল রুটে চলবে।
22892 রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ৫ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল রুটে চলবে।

এই পরিবর্তনগুলি যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেল (Indian Railway)। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে ট্রেনের সময়সূচি ও রুট সম্পর্কে সচেতন থাকার জন্য।