দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তনের কথা জানানো হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।
রেলের (Indian Railway) নতুন ঘোষণা
দক্ষিণ কেন্দ্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে, আগামী ৬ জানুয়ারি ২০২৫ থেকে ৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হবে। এই পরিবর্তনগুলি চলমান উন্নয়নমূলক কাজের কারণে ঘটছে। ট্রেন যাত্রা শুরুর আগের এই পরিবর্তনগুলি সম্পর্কে অবহিত থাকলে হয়রানি এড়াতে পারবেন। রেলের নতুন নির্দেশাবলী দেখে নিন।
#ser #indianrailways pic.twitter.com/PpvPGvQGgY
— South Eastern Railway (@serailwaykol) December 20, 2024
শালিমার-হায়দ্রাবাদ এক্সপ্রেস (ট্রেন নং ১৮০৪৫) ৬ জানুয়ারি ২০২৫ থেকে ৮ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বিজয়ওয়াড়া, গুন্টুর এবং পগিদিপল্লী হয়ে যাত্রা করবে। এই সময়ের মধ্যে ট্রেনটি সেকেন্ডারাবাদে গিয়ে থামবে। একইভাবে, হায়দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস (ট্রেন নং ১৮০৪৬) ৭ জানুয়ারি ২০২৫ থেকে ৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত সেকেন্ডারাবাদ হয়ে যাবে।
এই শাখায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ, যাত্রী পরিষেবা বিঘ্নিত হওয়ায় দুঃখপ্রকাশ রেলের
শালিমার-সেকেন্ডারাবাদ এক্সপ্রেস (ট্রেন নং ২২৮৪৯) ১ জানুয়ারি ২০২৫ থেকে ৮ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, গুন্টুর, পগিদিপল্লী হয়ে সেকেন্ডারাবাদ যাবে।
শালিমার এক্সপ্রেস (ট্রেন নং ১২৭৭৪) ৭ জানুয়ারি ২০২৫ থেকে ৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত রাজামুন্দ্রি, বিজয়ওয়াড়া, গুন্টুর, পগিদিপল্লী হয়ে সেকেন্ডারাবাদ যাবে।
আধার কার্ড আপডেটের সময়সীমা ফের বাড়ানো হল, কেন্দ্রের নতুন ঘোষণা
রেলওয়ে (Indian Railway) কর্তৃপক্ষ যাত্রীরা যাতে তাদের যাত্রা সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, সেজন্য নতুন রুটের সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই ঘোষণা করবে। যাত্রীদের যাত্রার সময় রেলওয়ের নতুন নির্দেশনা অনুযায়ী প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।