দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় সদা তৎপর ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। ট্রেনের সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।
ভারতীয় রেলের (Indian Railway) ঘোষণা
#ser #IndianRailways pic.twitter.com/qFfQDLYKuL
— South Eastern Railway (@serailwaykol) November 22, 2024
দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮০৩০ শালিমার-এলএলটি মুম্বাই এক্সপ্রেস আজ শুক্রবার দুপুর ৩টেয় ছাড়ার পরিবর্তে শনিবার রাত ১টা ১৫ মিনিটে শালিমার ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে। এতক্ষণ দেরির কারণ না জানালেও যাত্রী হয়রানির জন্য দুঃপ্রকাশ করেছে রেল। অন্যদিকে যান্ত্রিক ত্রুটির জন্য ০৮১৯৬ হাতিয়া-টাটানগর মেমু স্পেশাল আজ শুক্রবার বাতিল থাকছে। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একথা জানিয়েছে রেল।
#ser #IndianRailways pic.twitter.com/fLfRUyn78W
— South Eastern Railway (@serailwaykol) November 22, 2024
প্রসঙ্গত, ১৮১১৭ রৌরকেল্লা-গুনুপুন এক্সপ্রেস আগামী ১২, ১৫, ১৬, ১৯, ২২ এবং ২৩ নভেম্বর পালাসা পর্যন্ত চালানো হবে। আবার ১৮১১৮ গুনুপুর-রৌরকেল্লা এক্সপ্রেস আগামী ১৩, ১৬,১৭, ২০, ২৩ ও ২৪ নভেম্বর পর্যন্ত গন্তব্যের আগেই থামিয়ে দেওয়া হবে। এর জন্য যাত্রীদের উদ্দেশ্যে দুঃখপ্রকাশ করা করেছে রেল (Indian Railway)।
CPIM: ‘শূন্যে’র থেকে রেহাই কবে? পিকের মতো ‘আইপ্যাক’ গড়তে বিজ্ঞাপণ সিপিএমের
আবার বেশ কিছু ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণের কথা জানানো হয়েছে। ১৮০২২ খুরদা রোড-খড়গপুর এক্সপ্রেস ১ নভেম্বর থেকে শুরু করে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার, রবিবার এবং সোমবার এটি বাস্তা পর্যন্ত চালানো হবে। আবার উক্ত সময়ের মধ্যে প্রতি শুক্রবার, রবিবার এবং সোমবার ০৮৪১৬ পুরী-জলেশ্বর মেমু স্পেশাল বালেশ্বর পর্যন্ত চালানো হবে। উন্নয়নের কাজের জন্য এর নিয়ন্ত্রণ বলে জানিয়েছে রেল (Indian Railway)। এর জন্য দুঃখপ্রকাশ করেছে রেল কতৃপক্ষ।