Sunday, December 7, 2025
HomeBharatআজকের বদলে আগামীকাল ছাড়বে ট্রেন, প্রায় ২৪ ঘণ্টা দেরির কারণ জানাল না...

আজকের বদলে আগামীকাল ছাড়বে ট্রেন, প্রায় ২৪ ঘণ্টা দেরির কারণ জানাল না রেল

- Advertisement -

ভারতীয় রেলের (Indian Railway) নির্ধারিত সময় আনুযায়ী ১২১৩০ হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস আজ বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু সেই ট্রেন আগামীকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় হাওড়া ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রাওনা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে রেল। এমনকি বিজ্ঞপ্তিতে রেলের পক্ষ থেকে যাত্রী হয়রানির জন্য দুঃখ প্রকাশ করাও হয়েছে।

আমেরিকায় ঘুষকাণ্ড! আদানীকে গ্রেফতারের দাবিতে সরব রাহুল গান্ধী

   

ভারতীয় রেলের (Indian Railway) ঘোষণা

আদপে এক্সপ্রেস ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় সদা তৎপর ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। ট্রেনের সময়সূচি পরিবর্তনের সময় জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে ১২১৩০ হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস আজ বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের পরবর্তে আগামীকাল সন্ধ্যে ৭টায় ছাড়বে।

প্রসঙ্গত, ১৮১১৭ রৌরকেল্লা-গুনুপুন এক্সপ্রেস আগামী ১২, ১৫, ১৬, ১৯, ২২ এবং ২৩ নভেম্বর পালাসা পর্যন্ত চালানো হবে। আবার ১৮১১৮ গুনুপুর-রৌরকেল্লা এক্সপ্রেস আগামী ১৩, ১৬,১৭, ২০, ২৩ ও ২৪ নভেম্বর পর্যন্ত গন্তব্যের আগেই থামিয়ে দেওয়া হবে। এর জন্য যাত্রীদের উদ্দেশ্যে দুঃখপ্রকাশ করা করেছে রেল (Indian Railway)। তবে এই বিলম্বের কারণ নিয়ে মুখ খোলেনি দক্ষিণ পূর্ব রেল।

অন্যদিকে বেশ কিছু ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণের কথা জানানো হয়েছে। ১৮০২২ খুরদা রোড-খড়গপুর এক্সপ্রেস ১ নভেম্বর থেকে শুরু করে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার, রবিবার এবং সোমবার এটি বাস্তা পর্যন্ত চালানো হবে। আবার উক্ত সময়ের মধ্যে প্রতি শুক্রবার, রবিবার এবং সোমবার ০৮৪১৬ পুরী-জলেশ্বর মেমু স্পেশাল বালেশ্বর পর্যন্ত চালানো হবে। উন্নয়নের কাজের জন্য এর নিয়ন্ত্রণ বলে জানিয়েছে রেল (Indian Railway)। এর জন্য দুঃখপ্রকাশ করেছে রেল কতৃপক্ষ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular