বাতিল ও সময় পরিবর্তন সংক্রান্ত একগুচ্ছ ঘোষণা রেলের, তালিকায় কোন ট্রেন দেখুন

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, যাত্রীদের হয়রানি এড়াতে খবর আগেভাগে জানিয়ে দেয় রেল (Indian Railway)। তেমনই রেলের পক্ষ থেকে এবার নতুন ঘোষণা…

Indian Railway

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, যাত্রীদের হয়রানি এড়াতে খবর আগেভাগে জানিয়ে দেয় রেল (Indian Railway)। তেমনই রেলের পক্ষ থেকে এবার নতুন ঘোষণা এল। বেশ কিছু ট্রেনের বাতিল থাকার কথা জানানো হয়েছে। পাশাপাশি কিছু ট্রেনের সময় পরিবর্তনের কথাও ঘোষণা করে জানিয়েছে রেল। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।

রেলের (Indian Railway) নতুন ঘোষণা 

১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস শনিবার অর্থাৎ ১৪ ডিসেম্বর সকাল ৮টা ৩০ মিনিটের পরিবর্তে বেলা ১১টা ৩০ মিনিটে হাওড়া ছেড়ে যাবে। আবার শনিবারই ১২২৪৫ হাওড়া-এসএমভিটি (বেঙ্গালুরু) এক্সপ্রেস সকাল ১০টা ৪৫ মিনিটের বদলে দুপুর ১২টা ৪৫ মিনিটে হাওড়া থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে। এই বিলম্বের জন্য রেলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে।

   

যান্ত্রিক ত্রুটির কারণে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের ঘোষণা করল রেল (Indian Railway)। বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে দক্ষিণ পূর্ব রেল একগুচ্ছে ট্রেন বাতিল থাকার কথা জানিয়েছে। তালিকায় রয়েছে ০৩২৫৩ পাটনা-সেকেন্দ্রাবাদ স্পেশাল। ট্রেনটি আগামী ১৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। আবার ০৭২৫৫য়০৭২৫৬ সেকেন্দ্রাবাদ/হায়দরাবাদ-পাটনা স্পেশাল ১৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত চালানো হবে না।

এছাড়া তালিকায় নাম রয়েছে ০৩২৩০ পাটনা-পুরী স্পেশাল ট্রেনের। এটি বৃহস্পতিবার অর্থাৎ ১২ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলাচল করবে না। আবার ০৩২২৯ পুরী-পাটনা স্পেশাল আগামী ১৩ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত বাতিল থাকছে। প্রসঙ্গত, এতগুলি ট্রেন বাতিল করার কারণে রেলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, উন্নয়নের কাজের জন্য ১৮০৩০ শালিমার-এলটিটি মুম্বাই এক্সপ্রেস ১১ ডিসেম্বর থেকে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আজনি স্পেশনে থামার কথা জানিয়েছে রেল (Indian Railway)। জানিয়ে রাখি, উক্ত স্টেশনটি মধ্য রেলের এক্তিয়ারের পড়ছে।