দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি কমাতে চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তবে আজ এমন কোন ঘোষণা নিয়ে হাজির হয়নি। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আগামী ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করার সিদ্ধান্ত নিয়েছে রেল। মূলত ভ্রমণের চাপ বাড়ায় যাত্রীদের সুবিধার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পরিবর্তনটি ভুবনেশ্বর-হাওড়া এক্সপ্রেস এবং পুরী-শালিমার এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে কার্যকর হবে।
ভুবনেশ্বর-হাওড়া এক্সপ্রেসে অতিরিক্ত কোচ সংযোজন
ভুবনেশ্বর ও হাওড়ার মধ্যে চলাচলকারী ১২০৭৪/১২০৭৩ এক্সপ্রেস ট্রেনে এক জেনারেল চেয়ার কার কোচ সংযোজন করা হবে। এই পরিবর্তন ১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ, গোটা ফেব্রুয়ারি মাসে যাত্রীরা অতিরিক্ত আসনের সুবিধা পাবেন।
#ser #IndianRailways pic.twitter.com/aPa92LHk1u
— South Eastern Railway (@serailwaykol) January 29, 2025
আবার পুরী-শালিমার রুটে চলাচলকারী ১২৮৮২/১২৮৮১ এক্সপ্রেস ট্রেনে একটি এসি ৩-টিয়ার ইকোনমি কোচ সংযোজন করা হবে। এই পরিবর্তন ৩ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত পুরী-শালিমার এক্সপ্রেসে কার্যকর থাকবে, এবং ৪ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত শালিমার-পুরী এক্সপ্রেসেও এই সুবিধা উপলব্ধ থাকবে।
রেলের (Indian Railway) উদ্যোগে যাত্রীদের স্বস্তি
যাত্রীদের চাপ কমাতে ও ভ্রমণকে আরও আরামদায়ক করতে রেল (Indian Railway) এই সিদ্ধান্ত নিয়েছে। অতিরিক্ত কোচ সংযোজনের ফলে ট্রেনের আসন সংখ্যা বাড়বে, যার ফলে যাত্রীদের টিকিট পাওয়া আগের চেয়ে সহজ হবে। যেসব যাত্রী নির্ধারিত দিনে ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা এখনই টিকিট বুক করে নিতে পারেন।