খুশির খবর! হোলি উপলক্ষ্যে বিশেষ ট্রেনের ঘোষণা রেলের, দেখুন তালিকা

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, যাত্রী হয়রানি কমাতে খবর আগেভাগে জানিয়ে দেয় ভারতীয় রেল (Indian Railway)। তবে আজ কোন ট্রেন বাতিল বা…

Railways Take Major Step to Combat Fraud, Cancels Group-C Recruitment Process

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, যাত্রী হয়রানি কমাতে খবর আগেভাগে জানিয়ে দেয় ভারতীয় রেল (Indian Railway)। তবে আজ কোন ট্রেন বাতিল বা সময়সূচি বদলের ঘোষণা নয়। বরং খুশির খবর শোনাল রেল। আসন্ন দোল উৎসব উপলক্ষ্যে স্পেশাল ট্রেনের চালানো হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে।

বিশেষ ট্রেন চলাচলের ঘোষণা রেলের (Indian Railway)

দক্ষিণ পূর্ব রেল (SER) হোলি উপলক্ষ্যে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে। যাত্রীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে চারলাপল্লি থেকে শালিমার এবং সাঁতরাগাছি পর্যন্ত বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালানো হবে। ট্রেন নম্বর ০৭৭০৩ চারলাপল্লি-শালিমার হোলি স্পেশাল ট্রেন ৯ মার্চ ২০২৫ এবং ১৬ মার্চ ২০২৫ তারিখে রাত ৭:৪৫ টায় চারলাপল্লি থেকে ছাড়বে এবং তৃতীয় দিন ভোর ২:০০ টায় শালিমারে পৌঁছাবে। অন্যদিকে, ট্রেন নম্বর ০৭৭০৪ শালিমার-চারলাপল্লি হোলি স্পেশাল ১১ মার্চ ২০২৫ ও ১৮ মার্চ ২০২৫ তারিখে ভোর ৫:০০ টায় শালিমার থেকে ছাড়বে এবং পরদিন সকাল ৮:১০ টায় চারলাপল্লিতে পৌঁছাবে। এই রুটে জলেশ্বর, খড়গপুর এবং সাঁতরাগাছি স্টেশনে স্টপেজ থাকবে।

   

দক্ষিণ পূর্ব রেল চারলাপল্লি ও সাঁতরাগাছির মধ্যে বিশেষ ট্রেন চালাবে। ট্রেন নম্বর ০৭৭০৫ চারলাপল্লি-সাঁতরাগাছি হোলি স্পেশাল ৭ মার্চ ২০২৫ ও ২১ মার্চ ২০২৫ তারিখে সকাল ৭:১৫ টায় চারলাপল্লি থেকে ছাড়বে এবং পরদিন সকাল ১০:৩০ টায় সাঁতরাগাছিতে পৌঁছাবে। আবার ০৭৭০৬ সাঁতরাগাছি-চারলাপল্লি হোলি স্পেশাল ৮ মার্চ ২০২৫ ও ২২ মার্চ ২০২৫ তারিখে দুপুর ১২:৩৫ টায় সাঁতরাগাছি থেকে ছাড়বে এবং পরদিন বিকেল ৪:৪০ টায় চারলাপল্লিতে পৌঁছাবে। এই ট্রেনগুলি জলেশ্বর ও খড়গপুর স্টেশনে থামবে।

Advertisements

হোলি উৎসবে দীর্ঘ দূরত্বের যাত্রীরা যাতে সহজেই গন্তব্যে পৌঁছাতে পারেন, সেই লক্ষ্যেই দক্ষিণ পূর্ব রেল এই বিশেষ ট্রেন পরিষেবা চালু করেছে। যাত্রীদের ভিড় সামলাতে এবং উৎসবের আনন্দ যাতে বিঘ্নিত না হয়, তার জন্য এই বিশেষ ট্রেনগুলো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে থামবে এবং দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছাবে। রেল কর্তৃপক্ষ (Indian Railway) যাত্রীদের আগাম টিকিট বুকিং করার পরামর্শ দিয়েছে যাতে সফর আরও স্বাচ্ছন্দ্যময় হয়।