দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি কমানোর চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। এদিন রেলের পক্ষ থেকে একগুচ্ছ ট্রেন বাতিল থাকার কথা জানানো হয়েছে। পাশাপাশি কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।
এই ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল করল রেল, ঝক্কি এড়াতে এখনই দেখুন
যাত্রা সংক্ষিপ্তকরণের ঘোষণা রেলের (Indian Railway)
উন্নয়নের কাজের কারণে জানুয়ারি মাসে বেশ কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। আবার যাত্রা শুরুর স্থানও পরিবর্তন করা হয়েছে। ৬ জানুয়ারি এবং ৯ জানুয়ারি ২০২৫ তারিখে যাত্রা শুরু করা ৬৮০৫৫/৬৮০৫৬ আসানসোল-টাটানগর-আসানসোল মেমু স্পেশাল ট্রেন পুরুলিয়া পর্যন্ত চলবে এবং সেখান থেকে শুরু হবে। একইভাবে, ৫, ৬, ৮ এবং ৯ জানুয়ারি ২০২৫ তারিখে যাত্রা শুরু করা ১৩৩০১/১৩৩০২ ধানবাদ-টাটানগর-ধানবাদ এক্সপ্রেস ট্রেন আদ্রা পর্যন্ত চলবে এবং সেখান থেকেই ট্রেনটি ফিরে যাবে। ১৮০৩৩/১৮০৩৪ হাওড়া-ঘাটশিলা-হাওড়া মেমু এক্সপ্রেস, যা ৫ জানুয়ারি ২০২৫ তারিখে যাত্রা শুরু করবে, সেটি খড়গপুর পর্যন্ত চলবে এবং খড়গপুর থেকেই যাত্রা শুরু করবে।
ট্রেনের রুট পরিবর্তন
কিছু ট্রেন নির্ধারিত রুটের পরিবর্তে অন্য পথে চলবে। ৯ জানুয়ারি ২০২৫ তারিখে যাত্রা শুরু করা ২২৮৯২ রাঁচি-হাওড়া এক্সপ্রেস কোটশিলা-রাজাবেরা-জামুনিয়াতান্ড-আদ্রা-মেদিনীপুর-খড়গপুর রুট দিয়ে চালানো হবে। ৮ জানুয়ারি ২০২৫ তারিখে যাত্রা শুরু করা ০৭২৫৫ হায়দ্রাবাদ-পাটনা স্পেশাল ট্রেন রাউরকেলা-সিনি-চান্ডিল-মুরি-কোটশিলা হয়ে চলবে। ১১ জানুয়ারি ২০২৫ তারিখে যাত্রা শুরু করা ১৩৪২৫ মালদা টাউন-সুরাট এক্সপ্রেস কোটশিলা-মুরি-চান্ডিল-সিনি-রাউরকেলা হয়ে চলবে। ৭ জানুয়ারি ২০২৫ তারিখে যাত্রা শুরু করা ০৭০৫২ রক্সৌল-সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেন কোটশিলা-মুরি-চান্ডিল-সিনি-রাউরকেলা হয়ে চালানো হবে বলে জানিয়েছে ভারতীয় রেল (Indian Railway)।
ট্রেনের সময়সূচি পুনঃনির্ধারণ
ভারতীয় রেলের (Indian Railway) পক্ষ থেকে কিছু ট্রেনের সময়সূচি পুনরায় নির্ধারণ করা হয়েছে। ৫ জানুয়ারি ২০২৫ তারিখে যাত্রা শুরু করা ২০৮৯৭ হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস বিকেল ৩:৩৫-এ হাওড়া থেকে ছাড়বে, যা আগে দুপুর ২:৩৫-এ ছাড়ার কথা ছিল। ৭ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত যাত্রা শুরু করা ২০৮৮৭ রাঁচি-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস সকাল ৫:৪০-এ রাঁচি থেকে ছাড়বে, যা আগে ৫:১০-এ ছাড়ার কথা ছিল।
#ser #indianrailways pic.twitter.com/b7aSdZYiAh
— South Eastern Railway (@serailwaykol) January 4, 2025
প্রসঙ্গত, ট্রেনের সূচি ও রুট বদলের জন্য যাত্রীদের অসুবিধার সম্মুখীন করতে হতে পারে। সেজন্য রেলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে। উন্নয়নমূলক কাজের কারণে এই সাময়িক পরিবর্তনগুলির জন্য ক্ষমাপ্রার্থী তারা। যাত্রীরা এই সময়সূচি অনুযায়ী ভ্রমণ পরিকল্পনা করবেন বলে পরামর্শ রেলের।