যাত্রী সুবিধার্থে এই পদক্ষেপ, ট্রেনের সূচি পরিবর্তনের ঘোষণা করল রেল

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian…

Indian Railway

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয়েছে। পাশাপাশি কিছু স্পেশাল ট্রেনের যাত্রা চালু থাকবে বলে ঘোষণা করা হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ডোভালের সঙ্গে বৈঠকে দিল্লিতে মার্কিন এনএসএ সুলিভান

   

রেলের (Indian Railway) ট্রেন পরিচালনায় পরিবর্তন

আসানসোল ডিভিশনে চলমান উন্নয়নমূলক কাজের কারণে বেশ কিছু ট্রেনের পরিষেবায় পরিবর্তন আনা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এমন পদক্ষেপ বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railway)। ১৩৩১৯ দুমকা-রাঁচি এক্সপ্রেস ৫ জানুয়ারি ২০২৫ তারিখে বাতিল থাকবে। আবার ওইদিনই ১৮১৮৪/১৮১৮৩ বক্সার-টাটানগর-বক্সার এক্সপ্রেস আসানসোল পর্যন্ত চালানো হবে। আসানসোল থেকেই ফের যাত্রা শুরু করবে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে রেল।

অন্যদিকে যাত্রীদের সুবিধার্থে বেশ কিছু বিশেষ ট্রেনের চলাচলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। যেমন ০২৮৩৭ শালিমার-পুরী বিশেষ ট্রেন ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। আবার ০২৮৩৮ পুরী-শালিমার স্পেশাল ট্রেন ১ মার্চ ২০২৫ পর্যন্ত চালানো হবে। ০২৮৩৯ শালিমার-পুরি ২৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। এবং ০২৮৪০ পুরী-শালিমার বিশেষ ট্রেন ২৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে।

স্পেশাল ট্রেনের যাত্রা জারি রাখার তালিকায় আরও একাধিক মডেল যোগ হয়েছে। যেমন ০৮০০৭ শালিমার-ভাঁজপুর বিশেষ ট্রেন ২৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ০৮০০৮ ভাঁজপুর-শালিমার বিশেষ ট্রেন ০১ মার্চ ২০২৫ পর্যন্ত চলবে। ০৮০১১ ভাঁজপুর-পুরী বিশেষ ট্রেন ২৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ০৮০১২ পুরী-ভাঁজপুর বিশেষ ট্রেন ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। এই সিদ্ধান্তের ফলে যাত্রীদের যাত্রা আরও সুষ্ঠু ও সুবিধাজনক হবে বলে আশাবাদী ভারতীয় রেল (Indian Railway)।