দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টাই চালিয়ে যায় ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তনের কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার ঘোষণা করা হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।
বাজপেয়ীর মৃত্যুদিবসে ‘রঘুপতি রাঘব রাজারাম’ গাওয়ায় চরম অপমান গায়িকাকে
চক্রধরপুর ডিভিশনে রেল উন্নয়নমূলক কাজের কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল এবং কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত বা অন্য পথে পরিচালিত হবে। এই কারণে বহু যাত্রীদের যাতায়াতের পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।
চক্রধরপুর ডিভিশনে রেল (Indian Railway) উন্নয়নমূলক কাজ
রেল (Indian Railway) সূত্রে জানা গেছে, ১৮৬০১/১৮৬০২ টাটানগর-হাটিয়া-টাটানগর এক্সপ্রেস ২৯ ডিসেম্বর ২০২৪ এবং ১ জানুয়ারি ২০২৫ তারিখে সম্পূর্ণ বাতিল থাকবে। একইভাবে, ১৮১১৪ বিলাসপুর-টাটানগর এক্সপ্রেস ২৮ ডিসেম্বর ২০২৪ এবং ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে বাতিল করা হয়েছে। ১৮১১৩ টাটানগর-বিলাসপুর এক্সপ্রেস ২৯ ডিসেম্বর ২০২৪ এবং ১ জানুয়ারি ২০২৫ তারিখে চলাচল করবে না। ১৩৫১২/১৩৫১১ আসানসোল-টাটানগর-আসানসোল এক্সপ্রেস ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে বাতিল থাকবে। ০৮১৫১/০৮১৫২ টাটানগর-বরকাকানা-টাটানগর স্পেশাল ট্রেন ২৯ ডিসেম্বর ২০২৪ এবং ১ জানুয়ারি ২০২৫ তারিখে বাতিল করা হয়েছে।
#ser #IndianRailways pic.twitter.com/5QmHZ9MkFE
— South Eastern Railway (@serailwaykol) December 25, 2024
এছাড়াও, ০৮৬৯৭/০৮৬৯৮ ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু ৩০ ডিসেম্বর ২০২৪, ১ জানুয়ারি ২০২৫ এবং ২ জানুয়ারি ২০২৫ তারিখে চলাচল করবে না। ০৮১৭৩/০৮১৭৪ আসানসোল-টাটানগর-আসানসোল মেমু ২৯ ডিসেম্বর ২০২৪ এবং ১ জানুয়ারি ২০২৫ তারিখে বাতিল করা হয়েছে।
এছাড়া কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। ০৮১৭৩/০৮১৭৪ আসানসোল-টাটানগর-আসানসোল মেমু স্পেশাল ৩০ ডিসেম্বর ২০২৪ এবং ২ জানুয়ারি ২০২৫ তারিখে পুরুলিয়ায় যাত্রা সংক্ষিপ্ত করা হবে এবং সেখান থেকে যাত্রা শুরু হবে। ১৩৩০১/১৩৩০২ ধানবাদ-টাটানগর-ধানবাদ এক্সপ্রেস ২৯ ও ৩০ ডিসেম্বর ২০২৪ এবং ১ ও ২ জানুয়ারি ২০২৫ তারিখে আদ্রা পর্যন্ত চলবে এবং সেখান থেকে যাত্রা শুরু হবে।
বড়দিনে সান্তা সেজে হেনস্থার শিকার জোম্যাটো এজেন্ট! পোশাক খুলিয়ে ছাড়ল হিন্দুত্ববাদীরা
একটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। ২২৮৯২ রাঁচি-হাওড়া এক্সপ্রেস ২ জানুয়ারি ২০২৫ তারিখে কোটশিলা-রাজবেরা-জামুনিয়াতান্ড-আদ্রা-মেদিনীপুর-খড়গপুর হয়ে হাওড়ার দিকে পরিচালিত হবে।
রেল কর্তৃপক্ষ (Indian Railway) যাত্রীদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং যাত্রীদের নিজ নিজ ট্রেনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত থাকার জন্য অনুরোধ জানিয়েছে। যাত্রার পূর্বে যাত্রীরা নিকটস্থ স্টেশন বা রেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে পারেন।