দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি করার খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও ট্রেনের সময়সূচি বদলের ঘোষণা নিয়ে হাজির হল। পাশাপাশি একটি ট্রেনিং বাতিলের কথাও জানানো হয়েছে। চলুন এগুলি কোন ট্রেন জেনে নেওয়া যাক।
দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২২৮০৭ সাঁতরাগাছি এমজিআর চেন্নাই এক্সপ্রেস আজ সন্ধ্যে ৬টার পরিবর্তে রাত ৮টা ২০ মিনিটে সাঁতরাগাছি থেকে রওনা হবে। আবার ১২৮৩৯ হাওড়া এমজিআর চেন্নাই মেল রাত ১১টা ৫৫ মিনিটের বদলে রাত ২টো ৫৫ মিনিটে হাওড়া হেরে যাবে। লেটের তালিকায় রয়েছে আরও একটি ট্রেন। ১৮০০৫ হাওড়া-জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস আজ রাত ১০:২০ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু সেটি দু’ঘণ্টা দেরি করে রাত ১২টা ২০ মিনিটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে। বিলম্বের কারণ হিসাবে কিছু জানানো হয়নি। যাত্রী হয়রানির জন্য দুঃখ প্রকাশ করেছে দক্ষিণ-পূর্ব রেল।
#ser #IndianRailways pic.twitter.com/4hVckmYx3q
— South Eastern Railway (@serailwaykol) October 25, 2024
পুজোর আগে কিছু স্পেশাল ট্রেন চালানো হচ্ছিল সেগুলি ২৮/১২/২০২৪ পর্যন্ত চলবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে রেল। সেই তালিকায় রয়েছে সাঁতরাগাছি-দীঘা-সাঁতরাগাছি স্পেশাল। অন্যদিকে, ০৬০৯৬ সাঁতরাগাছি তাম্বরাম এক্সপ্রেস আজ বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, দক্ষিণপূর্ব রেল দীপাবলি ও ছট পুজো উপলক্ষ্যে একগুচ্ছ স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে। সেই তালিকায় রয়েছে ০৬২১২ সাঁতরাগাছি-এসএমভিটি বেঙ্গালুরু দিওয়ালি/ছট পূজা ফেস্টিভেল স্পেশাল। এই ট্রেন আগামী ২৭ অক্টোবর রাত ১১টা ৩০ মিনিটে সাঁতরাগাছি থেকে বেঙ্গালুরর উদ্দেশ্যে রওনা হবে। পরের দিন রাত ১২টা ৩০ মিনিটে এটি গন্তব্যে পৌঁছাবে।
আবার উল্টো দিক থেকে ০৬২১১ এসএমভিটি বেঙ্গালুরু-সাঁতরাগাছি দিওয়ালি/ছট পূজা ফেস্টিভেল স্পেশাল আগামী ২৬ অক্টোবর রাত ১০টা ১৫ মিনিটে রওনা হয়ে পরের দিন সন্ধ্যে ৭টা ৪৫ মিনিটে সাঁতরাগাছি ঢুকবে। এছাড়া রয়েছে ০৭০৬৯/০৭০৭০ সেকেন্দ্রাবাদ-সাঁতরাগাছি-সেকেন্দ্রাবাদ স্পেশাল। ০৮৭৯৩/০৮৭৯৪ দুর্গ-পাটনা-দুর্গ স্পেশাল। ০৭০৬৯/০৭০৭০ সনৎ নগর সাঁতরাগাছি সনৎ নগর স্পেশাল। বলার অপেক্ষা রাখে না ভারতীয় রেলের (Indian Railway) এই ঘোষণায় স্বাভাবিকভাবেই উপকৃত হবেন বহু মানুষ।