আজ পাঁচ ঘণ্টা লেট, নতুন সময়ের সঙ্গেই স্পেশাল ট্রেনের ঘোষণা করল রেল

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian…

Indian Railway

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয়েছে। পাশাপাশি কিছু স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।  

দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২২৬২ হাওড়া-সিএসএমটি মুম্বাই দুরন্ত এক্সপ্রেস আজ সকাল ৫:৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি প্রায় ৫ ঘন্টা লেট করে সকাল ১১ টায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে। অন্যদিকে একটি স্পেশাল ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এটি হচ্ছে ০৮১৮২ কাটিহার-টাটানগর স্পেশাল আগামী ৫ এবং ১২ নভেম্বর সন্ধ্যে ৭টা ৪০ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ১০টায় টাটানগর পৌঁছাবে। 

   

দীপাবলি এবং ছট পুজো উপলক্ষ্যে স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে ভারতীয় রেল (Indian Railway)। ০৬১৪৭ এমজিআর চেন্নাই সেন্ট্রাল-সাঁতরাগাছি স্পেশাল গতকাল সকাল ১০:২০ মিনিটে রওনা হয়ে আজ দুপুর ১:৩০ মিনিটে পৌঁছাবে। অন্যদিকে ০৬১৪৮ সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল স্পেশাল আজ বিকেল ৫টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে রওনা হয়ে আগামীকাল রাত ৯টা ৩০ মিনিটে এমজিআর চেন্নাই সেন্ট্রাল ঢুকবে। 

প্রসঙ্গত, কয়েকটি স্পেশাল ট্রেন আরও কিছুদিন চালানো হবে বলে ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। সেই তালিকায় রয়েছে ০২৮৩৭ সাঁতরাগাছি-পুরী স্পেশাল। এটি ২৭ অক্টোবর পর্যন্ত চালানো হবে। আবার ০২৮৩৮ পুরী-সাঁতরাগাছি স্পেশাল, ০৮০১১ ভাঁজপুর-পুরী স্পেশাল এবং ০৮০০৭ শালিমার-ভাঁজপুর স্পেশাল আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চালানো হবে। 

এছাড়া রয়েছে ০৮০১২ পুরী-ভাঁজপুর স্পেশাল এবং ০২৮৩৯ শালিমার-পুরী স্পেশাল এ মাসের ২৯ তারিখ পর্যন্ত চলবে। আবার ০৮০০৮ ভাঁজপুর-শালিমার স্পেশাল এবং ০২৮৪০ পুরী-শালিমার স্পেশাল ট্রেন দুটির যাত্রা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত জারি রাখা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railway)।