ট্রেন ছাড়তে বিলম্ব! নতুন সময় ঘোষণার সঙ্গেই খুশির খবর শোনাল রেল

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি করার খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের…

Railways Take Major Step to Combat Fraud, Cancels Group-C Recruitment Process

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি করার খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও ট্রেনের সময়সূচি বদলের ঘোষণা নিয়ে হাজির হল। পাশাপাশি পুজোর আগে ঘোষিত বেশকিছু স্পেশাল ট্রেনের যাত্রা জারি থাকবে বলেও জানোনো হয়েছে। চলুন এগুলি কোন ট্রেন জেনে নেওয়া যাক।  

দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২২৮৭৭ হাওড়া-এর্নাকুলাম অন্তদয়া এক্সপ্রেস আজ হাওড়া থেকে দুপুর ২টো ৩০ মিনিটের পরিবর্তে সন্ধ্যে ৬টে ৩০ মিনিটে ছেড়ে যাবে। অন্যদিকে ০৭২২৪ সাঁতরাগাছি সেকেন্দ্রাবাদ স্পেশাল আজ বেলা ১২:৩৫ মিনিটে পরিবর্তে বিকেল ৫টা ২০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে। লিঙ্ক ট্রেন ঢুকতে দেরি হওয়ার কারণে এই বিলম্ব বলে জানিয়েছে ভারতীয় রেল (Indian Railway)।

অন্যদিকে কয়েকটি স্পেশাল ট্রেন আরও কিছুদিন চালানো হবে বলে ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। সেই তালিকায় রয়েছে ০২৮৩৭ সাঁতরাগাছি-পুরী স্পেশাল। এটি ২৭ অক্টোবর পর্যন্ত চালানো হবে। আবার ০২৮৩৮ পুরী-সাঁতরাগাছি স্পেশাল, ০৮০১১ ভাঁজপুর-পুরী স্পেশাল এবং ০৮০০৭ শালিমার-ভাঁজপুর স্পেশাল আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চালানো হবে। 

Advertisements

এছাড়া রয়েছে ০৮০১২ পুরী-ভাঁজপুর স্পেশাল এবং ০২৮৩৯ শালিমার-পুরী স্পেশাল এ মাসের ২৯ তারিখ পর্যন্ত চলবে। আবার ০৮০০৮ ভাঁজপুর-শালিমার স্পেশাল এবং ০২৮৪০ পুরী-শালিমার স্পেশাল ট্রেন দুটির যাত্রা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত জারি রাখা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railway)।